মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

১৪ গোল করে রেকর্ড বই তছনছ করলেন এমবাপ্পেরা

প্রকাশিত: ০৩:২১, ১৯ নভেম্বর ২০২৩ | ৯৬

জিব্রাল্টার ফুটবলাররা হয়তো গত রাতে বলছিলেন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’। ফ্রান্স যে চাপে রেখেছিল, তাতে জিব্রাল্টারকে বেশ অসহায় লাগছিল। একটু পরপরই জিব্রাল্টারের জালে বল জড়াচ্ছিলেন ফ্রান্সের ফুটবলাররা। গোলবন্যায় ভাসিয়ে রেকর্ড বই তছনছ করে দিয়েছে ফ্রান্স।

আলিয়াঞ্জ রিভেইরাতে ফ্রান্স-জিব্রাল্টারের গত রাতের ম্যাচটা ছিল ২০২৪ ইউরো বাছাইয়ের ম্যাচ। গ্যালারিতে দর্শকরা এসে শুরু থেকেই দেখছিলেন একের পর এক গোল। শুরুটা হয়েছিল ৩ মিনিটে জিব্রাল্টার ডিফেন্ডার ইথান সান্তোসের আত্মঘাতী গোলে। ফ্রান্সের প্রথম গোলটা ৪ মিনিটে করেন মার্কাস থুরাম। গোলের পর গোল করতে থাকা ফরাসিদের শেষ দুই গোল করেন অলিভিয়ার জিরু। জিব্রাল্টারকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স।

জিব্রাল্টারকে বিধ্বস্ত করার ম্যাচে রেকর্ড বইয়ের পাতা তছনছ করল ফ্রান্স। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দল বিশ্বকাপ, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বসহ আন্তর্জাতিক ফুটবলে ১৪ গোলের কীর্তি গড়ল ফ্রান্স। তাতে ভেঙে গেছে জার্মানির রেকর্ড। ২০০৬ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সান মারিনোকে ১৩-০ গোলে হারিয়েছিল জার্মানরা। একই সঙ্গে ফ্রান্স ভেঙেছে নিজেদের ২৮ বছরের পুরোনো এক রেকর্ড। ১৯৯৫ সালে আজারবাইজানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল ফরাসিরা।

Mahfuzur Rahman

Publisher & Editor