বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

দুর্ঘটনার পর হদিস নেই যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের

প্রকাশিত: ০২:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০২৩ |

দুর্ঘটনার পর সাউথ ক্যারোলিনায় ‍যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমানের হদিস মিলছে না। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি দুইটি হ্রদের কোনো একটিতে পড়েছে। নর্থ চালর্সস্টোনের দুইটি লেক ঘিরে উদ্ধার অভিযান চলছে। নৌবাহিনীর একজন পাইলট যুদ্ধবিমানটি চালাচ্ছিলেন।

এফ-৩৫বি লাইটিনিং-টু মডেলের বিমানটি স্থানীয় সময় রবিবার দুর্ঘটনায় পড়ে। দুপুর ২ টার দিকে দুর্ঘটনার সময় পাইলট নিরাপদে প্যারাসুটের সাহায্যে বের হয়ে আসলেও বিমানটির হদিস নেই। পাইলটকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন মেজর মেলানি স্যালিনাস।

পাইলটের নাম প্রকাশ করা হয়নি। নিখোঁজ বিমানের অবস্থান এবং গতিপথের ওপর ভিত্তি করে, লেক মাল্টরি এবং লেক মেরিয়নে অনুসন্ধান চালানো হচ্ছে বলে সিনিয়র মাস্টার সার্জেন্ট বলেছেন। সামরিক কর্মকর্তারা রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানটি খুঁজে পেতে জনসাধারণের কাছে সাহায্যের জন্য আবেদন করেছিলেন। কোনো তথ্য পেলেই তাদেরকে জানাতে বলেছে।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, কেন পাইলট বের হয়ে গিয়েছিলেন তা তদন্ত করছেন কর্মকর্তারা। সূত্র: এপি

Mahfuzur Rahman

Publisher & Editor