বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

ধেয়ে আসছে আরেকটি শীতকালীন ঝড়, প্রভাব পড়বে নিউইয়র্কে

প্রকাশিত: ০৬:৩৭, ২৯ জানুয়ারি ২০২৬ |

আর্কটিক অঞ্চল থেকে নেমে আসা তীব্র শীতল বায়ুর প্রভাবে নিউ ইয়র্ক সিটি ও আশপাশের এলাকায় কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে। দিনের শুরুতেই তাপমাত্রা নেমে যায় এবং বিপজ্জনক মাত্রায় পৌঁছায়। উত্তরাঞ্চলের কিছু শহরে শূন্যের নিচেও নেমেছে তাপমাত্রা।

আবহাওয়াবিদরা বলছেন, এই শৈত্যপ্রবাহ আগামী সপ্তাহের বেশ কিছুদিন স্থায়ী হতে পারে, ফলে শহরজুড়ে জমে থাকা বরফ ও তুষার সহজে গলবে না।

এদিকে সপ্তাহান্তে একটি উপকূলীয় ঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে প্রবল বাতাস, সমুদ্রতটে ক্ষয়, উপকূলীয় প্লাবন এবং উপকূলসংলগ্ন এলাকায় তুষারপাত হতে পারে। লং আইল্যান্ড, কানেকটিকাট, জার্সি শোর এবং নিউ ইয়র্ক সিটিতেও এর প্রভাবে পড়তে পারে, যদিও সুনির্দিষ্ট তুষারপাতের পরিমাণ এখনো নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Mahfuzur Rahman

Publisher & Editor