ছবি: সংগৃহীত
প্রাণঘাতী শীতের দাপটে নিউ ইয়র্ক সিটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। মঙ্গলবার মেয়র জোহরান মামদানি এ তথ্য নিশ্চিত করে শহরবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
মামদানি বলেন, “এখনও আমরা নিশ্চিত নই প্রতিটি মৃত্যুই হাইপোথার্মিয়ার কারণে হয়েছে কিনা। কিন্তু আমাদের প্রয়োজন, প্রতিটি নিউ ইয়র্কার যেন সতর্ক থাকে এবং নিজের প্রতিবেশীর খোঁজ নেয়।”
শহর কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত মৃতদের কেউই শহরের পরিচিত গৃহহীনদের তালিকায় ছিলেন না — যা এউ পরিস্থিতির অপ্রত্যাশিত ও উদ্বেগজনক দিক তুলে ধরছে।
বর্তমানে নিউ ইয়র্ক সিটিতে ‘কোড ব্লু’ জারি রয়েছে। এর আওতায় সিটি প্রশাসন দ্রুত ত্রাণ ও সহায়তা কার্যক্রম চালাচ্ছে, সার্বক্ষণিক তদারকি করছে এবং আশ্রয়কেন্দ্রে প্রবেশের নিয়ম সহজ করা হয়েছে, যাতে তীব্র শীত থেকে বাঁচতে যত বেশি সম্ভব মানুষ আশ্রয় নিতে পারেন।
তবে মেয়র সতর্ক করে বলেন, “এত তীব্র ও বিরল ঠান্ডায় শুধু কোড ব্লু যথেষ্ট নয়। এজন্য আমরা অতিরিক্ত জরুরি প্রটোকল বাস্তবায়ন করছি, যাতে আমাদের প্রচেষ্টা আরও জোরদার হয়।”
শহর কর্তৃপক্ষ আবারও সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে এবং একে অপরের খোঁজখবর রাখতে অনুরোধ জানিয়েছে।
Publisher & Editor