বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

সিনেমার গানের শিল্পীরা কেন বঞ্চিত, প্রশ্ন তুললেন ন্যানসি

প্রকাশিত: ০৫:৪৫, ২৭ জানুয়ারি ২০২৬ | ১১

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি চলচ্চিত্রে যুক্ত সংগীতশিল্পী ও কলাকুশলীদের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মনে করেন, চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও গান সংশ্লিষ্ট শিল্পীরা এখনো নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

সোমবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেদনে ন্যানসি তথ্য মন্ত্রণালয় ও সম্প্রচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, চলচ্চিত্রের গান শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকরা এখনো বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (বিএফডিসি) বিভিন্ন সুবিধার বাইরে রয়ে গেছেন।

চিঠিতে ন্যানসি লেখেন, আমরা চলচ্চিত্রের একটি অত্যাবশ্যকীয় অংশ। তবুও ‘বিএফডিসি’র প্রাতিষ্ঠানিক মূল্যায়নে আমাদের অবহেলা করা হয়।

তিনি আরও দাবি করেন, সংগীত সংশ্লিষ্ট কলাকুশলীদের জন্য বিএফডিসিতে আলাদা বসার ব্যবস্থা, বিশ্রাম ও রিফ্রেশমেন্টের স্থান থাকা প্রয়োজন। মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব শিল্পী যেন চলচ্চিত্র শিল্পের পূর্ণাঙ্গ শিল্পী হিসেবে সম্মানজনক সুযোগ-সুবিধা পান—সে প্রত্যাশার কথাও জানান ন্যানসি।

ন্যানসি বলেন, এই আবেদন তিনি এককভাবে নয়, বরং চলচ্চিত্রে যুক্ত সব সংগীতকলাকুশলীর পক্ষ থেকেই করেছেন। 

তিনি আরও বলেন, আমরা চাই আমাদের কাজের স্বীকৃতি এবং প্রাপ্য সুবিধা যাতে উপযুক্তভাবে প্রদত্ত হয়। এটা শুধু আমাদের জন্য নয়, চলচ্চিত্র শিল্পের ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ।

Mahfuzur Rahman

Publisher & Editor