বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তির প্রস্তুতি ইসরাইলের

প্রকাশিত: ০৫:১৯, ২৭ জানুয়ারি ২০২৬ |

নতুন একটি ১০ বছর মেয়াদি নিরাপত্তা চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করবে দেশটি। তবে একই সঙ্গে ইসরাইলি নেতারা ইঙ্গিত দিচ্ছেন, ভবিষ্যতে তারা ধীরে ধীরে মার্কিন নগদ সহায়তার ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনা করছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

ইসরাইলের সামরিক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান আর্থিক উপদেষ্টা পদ ছাড়ার আগে ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে গিল পিনখাস বলেন, আসন্ন আলোচনায় ইসরাইল নগদ সহায়তার বদলে যৌথ সামরিক ও প্রতিরক্ষা প্রকল্পকে বেশি গুরুত্ব দিতে চায়।

তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

পিনখাস বলেন, ‘এই প্রেক্ষাপটে শুধু আর্থিক হিসাবের চেয়ে পারস্পরিক অংশীদারত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমন অনেক বিষয় আছে, যেগুলোর মূল্য টাকার সমান।’

তিনি আরও বলেন,  ‘বিষয়টিকে আরও বিস্তৃত দৃষ্টিভঙ্গিতে দেখা প্রয়োজন।’

তার ভাষ্য অনুযায়ী, বছরে ৩ দশমিক ৩ বিলিয়ন ডলারের সরাসরি আর্থিক সহায়তা—যা দিয়ে ইসরাইল যুক্তরাষ্ট্রের অস্ত্র কিনতে পারে—এই সমঝোতা স্মারকের (এমওইউ) একটি অংশ, যা ধীরে ধীরে কমানো যেতে পারে।

২০১৬ সালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১০ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর আওতায় মোট ৩৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৩৩ বিলিয়ন ডলার সামরিক সরঞ্জাম কেনার অনুদান এবং ৫ বিলিয়ন ডলার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ।

চলতি মাসের শুরুতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর ইসরাইলের নির্ভরতা ‘ধীরে ধীরে কমিয়ে আনার’ আশা করছেন তিনি।

Mahfuzur Rahman

Publisher & Editor