ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলেও স্কটল্যান্ড ভাগ্যক্রমে খেলার সুযোগ পেয়েছে। বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি স্কটিশদের এই সুযোগ দিয়েছে। এমন সুযোগ পেয়ে স্কটিশরা খুশি হলেও দলটির এক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের ভিসা নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
ভারত-পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা পেতে দেরি নতুন কিছু নয়। স্কটল্যান্ড নিশ্চিত করেছে, সাফিয়ান শরিফ বিশ্বকাপে প্রথম ম্যাচের আগেই ভিসা পাবেন। তিনি সাত বছর বয়সে স্কটল্যান্ডে গিয়েছিলেন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড স্কোয়াডে তিনটি পরিবর্তন এসেছে। প্রথমবারের মতো ডাক পেয়েছেন আফগানিস্তানে জন্ম নেওয়া ১৯ বছরের পেসার জাইনুল্লাহ ইহসান। এছাড়া ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত নিউজিল্যান্ডের জার্সিতে ১৭ টি-টোয়েন্টি খেলা টম ব্রুস কেও দলে রাখা হয়েছে।
বাংলাদেশের বদলে সুযোগ পাওয়া নিয়ে স্কটল্যান্ড ক্রিকেটের অস্ট্রেলিয়ান প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলেছেন, অবশ্যই বাংলাদেশ দলের জন্য আমাদের সহানুভূতি আছে। আমরা কখনোই এভাবে বিশ্বকাপে যেতে চাইনি। যোগ্যতার একটি প্রক্রিয়া আছে। আমাদের অংশগ্রহণ একেবারেই ব্যতিক্রমী পরিস্থিতির ফল।
বাংলাদেশের ‘সি’ গ্রুপের সব ম্যাচ ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাংলাদেশ না খেলায় এখন সেই ম্যাচগুলো খেলবে স্কটল্যান্ড। লিন্ডব্লেড আরও বলেন, মানুষের নিজস্ব মতামত থাকবে। আমরা সবসময় শক্তিশালী দল হিসেবে খেলে থাকি এবং বর্তমানে আমরা আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ১৪ নম্বরে অবস্থান করছি।
স্কটল্যান্ড স্কোয়াড
রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথিউ ক্রস, ব্র্যাড কারি, ওলি ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফিয়ান শরিফ, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল
ট্রাভেলিং রিজার্ভে রয়েছেন: জ্যাসপার ডেভিডসন, জ্যাক জার্ভিস
নন-ট্রাভেলিং রিজার্ভে রয়েছেন: ম্যাকেঞ্জি জোন্স, ক্রিস ম্যাকব্রাইড, চার্লি টিয়ার।
Publisher & Editor