বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

রেকর্ড গড়ে নতুন মাইলফলকে সিডনি সুইনি

প্রকাশিত: ০৫:৪৪, ২৭ জানুয়ারি ২০২৬ | ১০

এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া সিডনি সুইনির জন্য ২০২৫ সাল ছিল মিশ্র অভিজ্ঞতার। একটি ছবি মুখ থুবড়ে পড়লেও আরেকটি সিনেমা তাঁকে এনে দিয়েছে ক্যারিয়ারের সবচেয়ে বড় বক্স অফিস সাফল্য। নারীকেন্দ্রিক মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দ্য হাউজমেইড’ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে।

ফ্রেইডা ম্যাকফ্যাডেনের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে সুইনির সঙ্গে অভিনয় করেছেন আমান্ডা সেফ্রিড ও ব্র্যান্ডন স্কলেনার।

পরিচালক পল ফিগের এই সিনেমাটি মাত্র ৪৫ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত হলেও ২৩–২৫ জানুয়ারির সপ্তাহান্তে বিশ্বব্যাপী টিকিট বিক্রি থেকে আয় করেছে প্রায় ২৯৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা)। এর মাধ্যমে এটি পল ফিগের ক্যারিয়ারের আগের রেকর্ডধারী ‘ব্রাইডসমেইডস’-কে ছাড়িয়ে গেছে।
এই সাফল্য শুধু নির্মাতার জন্য নয়, সিডনি সুইনির ক্যারিয়ারেও নতুন মাইলফলক। প্রধান চরিত্রে অভিনীত তাঁর আগের সর্বোচ্চ আয় করা ছবি ‘এনিওয়ান বাট ইউ’ (২০৮ মিলিয়ন ডলার)–কেও অনায়াসে পেছনে ফেলেছে ‘দ্য হাউজমেইড’।

এমনকি ২০২৫ সালের বেশ কিছু আলোচিত ও অস্কার সম্ভাবনাময় ছবির চেয়েও বেশি আয় করেছে এটি।
মহামারির পর যখন বিশ্ব বক্স অফিস এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি, তখন এই সাফল্য নতুন করে প্রশ্ন তুলেছে—মাঝারি বাজেটের নারীকেন্দ্রিক সিনেমা কি সত্যিই শুধু স্ট্রিমিংয়ের জন্য উপযোগী? পল ফিগ মনে করেন, নয়। 

তাঁর মতে, ভালো গল্প ও মানসম্মত নির্মাণ হলে নারী দর্শকরাই হতে পারেন বড় পর্দার সবচেয়ে শক্তিশালী চালিকাশক্তি। ‘দ্য হাউজমেইড’ তারই উজ্জ্বল প্রমাণ।

Mahfuzur Rahman

Publisher & Editor