বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

অবসরে গেলেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান ক্রিকেটার

প্রকাশিত: ০৫:২৭, ২৭ জানুয়ারি ২০২৬ |

অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার কেন রিচার্ডসন ১৭ বছরের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের পর আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই বোলার সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আনুষ্ঠানিকভাবে এই খবর শেয়ার করেন।

কেন রিচার্ডসন অস্ট্রেলিয়ার হয়ে ২৫টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে তার সংগ্রহ ৩৯টি উইকেট এবং টেস্টে ৪৫টি উইকেট। ঘরোয়া ক্রিকেটে তিনি বিশেষ করে বিগ ব্যাশ লিগে সফল ছিলেন। ১৫ মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন রেনেগেডস ও সিডনি সিক্সার্সের হয়ে ১৪২ উইকেট নিয়ে বিগ ব্যাশ ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

২০০৯ সালে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে রাজ্যভিত্তিক বিগ ব্যাশে অভিষেক হওয়া রিচার্ডসন পরের বছর বিবিএল-এর প্রথম ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলে ছয় মৌসুমে ৩৬ ম্যাচ সম্পন্ন করেন। পরে মেলবোর্ন রেনেগেডসে যোগ দিয়ে ৮০ ম্যাচে ১০৪ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে নাম লেখান।

অবসর ঘোষণার সময় রিচার্ডসন বলেন, ‘২০০৯ সালে ক্রিকেটে অভিষেকের পর থেকে আমি সবসময় নিজের সর্বোচ্চ দিয়ে খেলেছি। এই অধ্যায় শেষ করার সময় এসেছে। দেশের হয়ে এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টিমে খেলার সুযোগকে কখনো হালকাভাবে নিইনি।’

৩৪ বছর বয়সী এই বোলার সাম্প্রতিক বছরগুলোতে চোটের কারণে সীমিত খেলেছেন। সদ্য শেষ হওয়া বিগ ব্যাশ আসরে সিডনি সিক্সার্সের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেই শেষ করেন নিজের শেষ মৌসুম।

প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ৩৪টি ম্যাচে ১০২ উইকেট নিয়েছেন, লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯৮ ম্যাচে ১৫৩ উইকেট সংগ্রহ করেছেন। টি-টোয়েন্টিতে মোট ২০১ ম্যাচ খেলে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টিমে প্রতিনিধিত্ব করেছেন। আইপিএলে তিনি খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও পুনে ওয়ারিয়র্সের হয়ে। এছাড়া ইংল্যান্ডের কেন্ট ও বার্মিংহাম ফিনিক্স এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্যাপিটালস ও আইএলটি-২০ তেও খেলা তার অভিজ্ঞতার অংশ।

Mahfuzur Rahman

Publisher & Editor