বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিলের ব্যাখ্যা দিল আইসিসি

প্রকাশিত: ০৫:২৬, ২৭ জানুয়ারি ২০২৬ |

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য আবেদন করা বাংলাদেশের শতাধিক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ সিদ্ধান্ত নিয়ে এবার প্রকাশ্যে অবস্থান জানাল আইসিসি।

সোমবার (২৬ জানুয়ারি) আবেদনকারী বাংলাদেশি সাংবাদিকদের ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, ভারত কিংবা শ্রীলংকায় গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সংবাদ পরিবেশনের জন্য তাদের অ্যাক্রিডিটেশন দেওয়া হচ্ছে না।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন আইসিসি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিলের খবরে দেশের গণমাধ্যম অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক আইসিসি কর্মকর্তা জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে ‘ভ্রমণের জন্য অনিরাপদ’ বলে মন্তব্য করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইসিসি কর্মকর্তার ভাষায়, ‘সরকার (বাংলাদেশ) বারবার বলেছে ভারত নিরাপদ নয়। সেই কারণেই তাদের ভিসা বা অ্যাক্রিডিটেশন দেওয়া হয়নি। যেটা গভীরভাবে দুঃখজনক বিষয়।’

Mahfuzur Rahman

Publisher & Editor