বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

‘ক্রিকেট প্রভাব দিয়ে নয়, নীতির ভিত্তিতেই পরিচালিত হওয়া উচিত’

প্রকাশিত: ০৫:২০, ২৭ জানুয়ারি ২০২৬ |

সাবেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রভাবিতভাবে নেওয়া হয়েছে, ন্যায়নিষ্ঠভাবে নয়। স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার কয়েক দিন পরই তিনি এই মন্তব্য করেছেন।

সামাজিক মাধ্যমে পোস্টে ইউসুফ দেখিয়েছেন যে, অংশগ্রহণকারী ২০ দেশের মধ্যে ১০টির মোট দর্শকসংখ্যা বাংলাদেশের একক দর্শকসংখ্যার সমান বা তার কম। তিনি লিখেছেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মিলিত দর্শকসংখ্যা ১৭৮ মিলিয়ন, যেখানে বাংলাদেশ একাই ১৭৬ মিলিয়ন। তবে হিন্দুস্তান টাইমস স্বীকার করেছে যে, এই তথ্য পুরোপুরি যাচাই করা যায়নি।

ইউসুফ আইসিসির কার্যক্রমে দ্বৈত নীতি অনুসরণের অভিযোগও তুলেছেন। তিনি উল্লেখ করেছেন, গত বছরের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে দুবাইকে নিরপেক্ষ ভেন্যু ঘোষণা করেছিল। তিনি মন্তব্য করেছেন, ‘যেখানে খেলাটি বৈশ্বিক দর্শকসংখ্যার ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের যৌক্তিক নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করা প্রশ্ন তোলে। খেলাধুলা প্রভাব দ্বারা নয়, নীতির ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত।’

মোহাম্মদ ইউসুফ একা নন যারা আইসিসির এই ‘অসামঞ্জস্যপূর্ণ’ আচরণকে সমালোচনা করেছেন। এর আগে সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেসপিও এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছিলেন, যদিও পরে সামাজিক মাধ্যমে ভারতের সমালোচনার কারণে তিনি পোস্টটি মুছে দিতে বাধ্য হন। এছাড়া সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি, রশিদ লতিফ ও কামরান আকমলও আইসিসির বাংলাদেশের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন।

সূত্র- হিন্দুস্তান টাইমস

Mahfuzur Rahman

Publisher & Editor