বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

মিনিয়াপোলিসে আইসিইর গুলিতে নিহতের ঘটনায় ওয়াইল্ডের নিন্দা

প্রকাশিত: ০৩:২২, ২৬ জানুয়ারি ২০২৬ |

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) তীব্র সমালোচনা করেছেন অভিনেত্রী ও পরিচালক অলিভিয়া ওয়াইল্ড। 

শনিবার (২৪ জানুয়ারি) সানড্যান্স চলচ্চিত্র উৎসবে লালগালিচায় হাজির হয়ে তিনি এই সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের পার্ক সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

উটাহ অঙ্গরাজ্যের পার্ক সিটিতে নিজের পরিচালিত ও অভিনীত চলচ্চিত্র ‘দ্য ইনভাইট’-এর প্রিমিয়ারে অংশ নিতে এসে ওয়াইল্ড বলেন, মাত্র তিন সপ্তাহের ব্যবধানে ফেডারেল এজেন্টদের হাতে দ্বিতীয় বিক্ষোভকারীর মৃত্যু ‘অকল্পনীয়।’

তিনি এএফপিকে বলেন, ‘রাস্তায় মানুষকে হত্যা হতে দেখা— এটা বিশ্বাসই করতে পারছি না। এই সাহসী আমেরিকানরা তথাকথিত আইসিই ‘অফিসারদের’ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন। আর তাদের হত্যা হতে দেখছি।’ 

অভিনেত্রী ও পরিচালক অলিভিয়া বলেন, ‘এটা অকল্পনীয়। এটাকে স্বাভাবিক করে নেওয়া যায় না।’

৩৭ বছর বয়সী আইসিইউ নার্স অ্যালেক্স প্রেট্টিকে হত্যার পর ওয়াইল্ড এই মন্তব্য করলেন। ফেডারেল এজেন্টরা অ্যালেক্সকে একাধিকবার গুলি করে মাটিতে ফেলে দেওয়ার পর তিনি মারা যান।

অ্যালেক্সের মৃত্যুর কয়েক সপ্তাহ আগেই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের এক কর্মকর্তা ৩৭ বছর বয়সী রেনি গুডকে তার গাড়িতে গুলি করে হত্যা করেন।

এ সময় ওয়াইল্ড ‘আইসিই আউট’ লেখা একটি ব্যাজ পরিহিত ছিলেন। অভিনেত্রী ও পরিচালক অলিভিয়া বলেন, মত প্রকাশের অধিকার প্রয়োগকারী মানুষের ওপর যুক্তরাষ্ট্র সরকারের সহিংসতা ‘আমেরিকান মূল্যবোধের পরিপন্থী।’ হয়তো এমন একটি সরকার আছে, যারা কোনোভাবে এর পক্ষে অজুহাত দাঁড় করাতে ও এটিকে বৈধতা দিতে চায়।

Mahfuzur Rahman

Publisher & Editor