শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

বুলবুলের ওপর ক্ষোভ আইসিসির

প্রকাশিত: ১০:৫৯, ২৪ জানুয়ারি ২০২৬ |

নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরানোর অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই অনুরোধ নাকচ করে দেয়। এরপরও নিজের অবস্থানে অনড় থাকে বিসিবি।

এরপর বিসিবি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোলিউশন কমিটিতে আবেদন জানায়। তবে এই আবেদন শুনানির পর্যায়েই যাচ্ছে না। কারণ এই বিষয়টি ডিআরসির এখতিয়ারের বাইরে।

ডিআরসির কার্যপরিধির ১.৩ ধারায় স্পষ্ট বলা আছে, আইসিসির বোর্ড অব ডিরেক্টরসের নেওয়া কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার ক্ষমতা এই কমিটির নেই।

এ অবস্থায় বিসিবির সামনে শেষ পথ হিসেবে ক্রীড়া আদালতে যাওয়ার সুযোগ আছে। বিসিবি সে পথেই হাঁটবে। তবে পিটিআই জানাচ্ছে, এই সিদ্ধান্ত নিয়ে আইসিসি বোর্ডের সদস্যরা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর ক্ষুব্ধ। 

নাম প্রকাশ না করার শর্তে আইসিসির একটি এক সূত্র জানায়, ‘আইসিসিকে না জানিয়ে কেন সংবাদ সম্মেলন করা হলো, তা নিয়ে বোর্ড সদস্যরা রাগান্বিত। আসিফ নজরুলের সঙ্গে আইসিসির কোনো সম্পর্ক নেই। কিন্তু বুলবুলের উচিত ছিল আগে আইসিসিকে জানানো।’

প্রতিবেদনে আরও বলা হয়, এই সিদ্ধান্তের জন্য বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। জানা গেছে, তিনি দুবাইয়ে পৌঁছেছেন। শনিবার সেখান থেকেই বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

Mahfuzur Rahman

Publisher & Editor