শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

বিয়ের দুই মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন অভিনেত্রী

প্রকাশিত: ০২:০৭, ১৫ জানুয়ারি ২০২৬ | ১৭

মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান গেল বছরের নভেম্বরে বিয়ে করেছেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। বিয়ের দুই মাস না যেতেই এবার দিলেন সন্তানের খবর। অভিনেত্রী জানান, মা হচ্ছেন তিনি।

বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা। ধার্মিক ছেলেকে বিয়ে করবেন বলে জানিয়েছিলেন তিনি। বিয়ের পর অবশ্য জানান, তার বর নামাজ কাজা করেন না। তাই তো সংসারজীবন নিয়ে খুশি তিনি।
 
বুধবার (১৪ জানুয়ারি) প্রিয়াঙ্কার জন্মদিন। আর তার আগেই সুখবর জানিয়ে আরটিভিকে অভিনেত্রী বলেন, ‘নিজের জন্মদিন। জীবনের আরো একটি অধ্যায় পার হচ্ছে। এর মাঝে আবার মা হতে যাচ্ছি।

খুশি লাগছে, আবার লজ্জাও পাচ্ছি।’ প্রিয়াঙ্কা জানান, চলতি বছরের জুলাই মাসে পৃথিবীতে সন্তানের আগমনের কথা রয়েছে। চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। প্রিয়াঙ্কা। আল্লাহ্‌ চাইলে আরো আগে আসতে পারে।
ছেলে হলে নাম রাখবেন আফফান বিন রাকিব, আর মেয়ে বাবু হলে নাম হবে মারিয়াম বিনতে রাকিব।

Mahfuzur Rahman

Publisher & Editor