শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিসিবির, খেলা বর্জনের সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা

প্রকাশিত: ০২:০৪, ১৫ জানুয়ারি ২০২৬ |

বাংলাদেশের ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ানো বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিসিবি। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। 

এদিকে এমন শাস্তিমূলক ব্যাবস্থায় মন গলেনি ক্রিকেটারদের। নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় আছেন তারা। আজ বেলা একটায় বিপিএল ম্যাচ শুরুর আগপর্যন্ত তাকে পদত্যাগ করার যে সময় বেঁধে দিয়েছিলেন ক্রিকেটাররা সে সময়ও শেষের পথে। এ সময়ের মধ্যে বোর্ড থেকে নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিলেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। 

এতে অনিশ্চয়তায় পড়েছে বিপিএল। বিপিএলের আজকের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল একটায়। এদিকে একই সময়ে হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। খোঁজ নিয়ে জানা গেছে, বিপিএলের দুপুরের ম্যাচে দুই দল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের সকাল সাড়ে ১১টার মধ্যে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলে আসার কথা। তবে দলগুলোর বিদেশি ক্রিকেটাররা আছেন হোটেলেই। আর দেশি ক্রিকেটাররা মাঠের বদলে যাচ্ছেন শেরাটনে।

এর আগে, তামিম ইকবালকে নিয়ে সামাজিক মাধ্যমে আক্রমণাত্মক মন্তব্য করে আলোচনায় এসেছিলেন বিসিবি পরিচালক নাজমুল।
এরপর গতকাল বিশ্বকাপে না গেলে বোর্ড ক্রিকেটারদের কোনো ক্ষতিপূরণ দেবে কি না এমন প্রশ্নে বিতর্কে জড়ান তিনি। 

ক্ষতিপূরণের বিষয়ে বিসিবির পরিচালক নাজমুল বলেছেন, ‘ওরা (ক্রিকেটাররা) গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’ 

Mahfuzur Rahman

Publisher & Editor