বিগ ব্যাশ লিগে প্রথমবারের মতো খেলতে গিয়ে দারুণ সময় পার করছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। এরই মধ্যে এক ম্যাচ বাকি রেখেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে তার দল হোবার্ট হারিকেন্স।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় ছাড়াই রোববার প্লে-অফ নিশ্চিত করেছে হারিকেন্স। সিডনিতে টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্বান্ত নেয় তারা।
সিডনি পাঁচ ওভারে বিনা উইকেটে ৩২ রান করার পরই শুরু হয় বৃষ্টি। টানা বৃষ্টিতে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এক পয়েন্ট করে ভাগাভাগি করে হারিকেন্স ও সিডনি। এতেই টুর্নামেন্টের প্রথম দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেয় হারিকেন্স।
৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের সবার ওপরে তারা। এই সাফল্যে বড় অবদান রিশাদের। ৯ ম্যাচে ১১ উইকেট নিয়ে দলটির সর্বোচ্চ উইকেটশিকারি তরুণ এই লেগ স্পিনার। চলতি মৌসুমের বিগ ব্যাশে এখন পর্যন্ত স্পিনারদের মধ্যে উইকট নেওয়ার তালিকায় সবার ওপরে রিশাদ।
বিগ ব্যাশে রিশাদের আগে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে দিয়েছেন রিশাদ।
সাকিব আল হাসান তার দুই মৌসুমের বিগ ব্যাশ ক্যারিয়ারে মোট ৯ উইকেট পেয়েছিলেন। নিজের প্রথম মৌসুমেই সাকিবকে ছাড়িয়ে গেলেন এই লেগস্পিনার।
Publisher & Editor