ছবি: সংগৃহীত
ইয়েমেনে দক্ষিণাঞ্চলীয় ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা আইদারৌস আল-জুবাইদি সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেছেন। সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জানিয়েছে, গতকাল বুধবার তিনি এডেন থেকে সোমালিল্যান্ডের বারবারা বন্দরের দিকে যাওয়ার কথা থাকলেও রাতের গভীরে পালিয়ে যান আল-জুবাইদি আবুধাবির কর্মকর্তাদের সঙ্গে বিমানে উঠে সোমালিয়ার মোগাদিশুতে যান। সেখান থেকে তিনি সংযুক্ত আরব আমিরাতে যান।
জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধকে আরও গভীর করতে পারে। এসটিসি দক্ষিণ ইয়েমেনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে। সংগঠনটি সৌদি সীমান্তবর্তী হাদরামাউত ও আল-মাহরা প্রদেশ ইতিমধ্যে দখল করেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার পর এসটিসি শীর্ষ অন্য সদস্যরা বর্তমানে রিয়াদে সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আল-জুবাইদি পালানোর কারণে সৌদি দৃষ্টিকোণ থেকে তাকে এখন পলাতক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে সেনা কর্মকর্তা নেতৃত্ব গ্রহণের সম্ভবনা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাল্টিপার্টি আলোচনার মাধ্যমে এখন দক্ষিণ ইয়েমেনের জন্য ফেডারেল ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে, যা পূর্বের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা পরিকল্পনার পরিবর্তে বাস্তবায়িত হচ্ছে।
Publisher & Editor