ঘড়ির কাঁটা বারোটা পেরোতেই অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন দেশের নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। আজ রবিবার (৪ জানুয়ারি) তাঁর জন্মদিন। তবে বিশেষ এই দিনটি ঘটা করে উদ্যাপন করার কোনো পরিকল্পনা নেই শিল্পীর। বরং তিনি সবার কাছে সুস্থতা ও শুভকামনা চেয়েছেন এবং শ্রোতাদের জন্য ভালো গান উপহার দেওয়ার আকাঙ্ক্ষার কথাই জানিয়েছেন।
জন্মদিনের আনন্দে ভক্তদের জন্য চমক হিসেবেই ফাহমিদা নবী ঘোষণা দিয়েছেন তিনটি নতুন গানের। ইতিমধ্যে তিনি কণ্ঠ দিয়েছেন ‘ইচ্ছে করে’, ‘দুঃখের দলিল’ ও ‘আসলো না বৃষ্টি’—এই তিনটি গানে।
গানগুলোর সুর করেছেন শিল্পী ও সুরকার শামস সুমন, সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া এবং গীতিকবি গোলাম মোর্শেদের লেখনীতে গানগুলো পেয়েছে ভিন্ন স্বাদ ও আবেগ।
ফাহমিদা নবী জানান, দীর্ঘ ২৫ বছর ধরে তিনি গীতিকবি গোলাম মোর্শেদের সঙ্গে কাজ করে আসছেন।
তাঁর লেখার সহজতা ও গভীরতা শ্রোতাদের মনে আলাদা ছাপ ফেলে। নতুন এই তিনটি গানেও সেই বৈচিত্র্য স্পষ্টভাবে ফুটে উঠেছে বলে মনে করেন তিনি। পাশাপাশি শামস সুমনের সুর ও আরাফাত বসনিয়ার সংগীতায়োজন গানগুলোকে করেছে সময়োপযোগী ও শ্রুতিমধুর।
এ প্রসঙ্গে শিল্পী বলেন, “শুরুর প্রথম গায়কির সময়েই মনে হয়নি এটি আমাদের প্রথম কাজ।
শামস সুমনের সুরে নব্বই দশকের মেলোডির ছোঁয়া রয়েছে, যা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। নতুন এই তিনটি গান নিয়ে আমি ভীষণ আশাবাদী।”
জানা গেছে, খুব শিগগিরই ফাহমিদা নবীর নতুন তিনটি গান প্রকাশিত হবে ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে।
Publisher & Editor