ভেনেজুয়েলার সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে লিওনার্দো ডিক্যাপ্রিও শনিবার রাতে (৩ জানুয়ারি) পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হতে পারেন নি। তিনি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে অভিনয়ের জন্য ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাচ্ছিলেন।
উৎসবের মুখপাত্র জানিয়েছেন, বিমান চলাচলের সীমাবদ্ধতার কারণে ডিক্যাপ্রিও সেন্ট বার্টস থেকে উড়তে পারেননি। তারা বলেছেন, যদিও আমরা তার সঙ্গে ব্যক্তিগতভাবে প্রোগ্রামটি উদযাপন করতে পারব না, তবে আমরা তার অসাধারণ কাজ এবং সিনেমায় অবদানের জন্য তাকে সম্মান জানাচ্ছি।
পাম স্প্রিংস আন্তর্জাতিক বিমানবন্দরও জানিয়েছে যে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আকাশসীমায় বিমান চলাচল সমস্যার কারণে কিছু ফ্লাইট গ্রাউন্ড স্টপে রয়েছে। আগত ফ্লাইটের কিছু বিলম্ব বা ডাইভার্টের সম্ভাবনা রয়েছে।
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে ডিক্যাপ্রিও একজন প্রাক্তন বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি তার মেয়েকে বাঁচাতে পুরনো জীবনে ফিরে যান। পরিচালক পল থমাস অ্যান্ডারসনের এই ছবি বেশ জনপ্রিয় হয়েছে।
সূত্র: ভ্যারাইটি
Publisher & Editor