ছবি: সংগৃহীত
ফ্রান্সের সঙ্গে যোগ দিয়ে সিরিয়ায় একটি ভূগর্ভস্থ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য। শনিবার (৩ জানুয়ারি) সিরিয়ার পালমিরা অঞ্চলে এই হামলা চালানো হয়।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ধারণা করা হচ্ছে আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠী অস্ত্র মজুদের জন্য এই অঞ্চল ব্যবহার করেছিল। এই গোষ্ঠীটির পুনরুত্থানের ঝুঁকি মোকাবেলা করতে হামলা চালানো হয়েছে।
এতে বলা হয়, বিমান বাহিনীর বিমান ফ্রান্সের সঙ্গে যৌথ অভিযানে দায়েশের বিরুদ্ধে সফল হামলা সম্পন্ন করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাচীন পালমিরার উত্তরে অবস্থিত এলাকাটি বেসামরিক বসতি শূন্য।
এদিকে, ডিসেম্বরের শেষের দিকে মার্কিন সামরিক বাহিনী সিরিয়ায় ৯ দিন ধরে একের পর এক হামলায় প্রায় ২৫ জন আইএসআইএল যোদ্ধাকে হত্যা বা আটক করেছে।
১৩ ডিসেম্বর সিরিয়ায় আইএসআইএল-এর এক হামলাকারীর হাতে দুই মার্কিন সেনা এবং একজন বেসামরিক দোভাষী নিহত হওয়ার পর এই অভিযান শুরু হয়। ছয় দিন পর এই গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু হয়।
ইতোমধ্যে তুরস্কের সরকার জানিয়েছে, তারাও দেশব্যাপী অভিযান চালিয়ে ১০০ জনেরও বেশি আইএসআইএল সন্দেহভাজনকে আটক করেছে।
Publisher & Editor