নারী ফুটসাল বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। রোববার (৮ ডিসেম্বর) ফিলিপাইনের ম্যানিলার পাসিগ সিটির ফিলস্পোর্টস অ্যারেনাতে অনুষ্ঠিত ফাইনালে পর্তুগালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সেলেসাও মেয়েরা।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন এমিলি। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন আমানদিনহা। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে দেবোরা ভানিন তৃতীয় গোল করেন। এতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্রাজিলের মেয়েরা।
সেমিফাইনালে আর্জেন্টিনাকে বিদায় করেছিল পর্তুগাল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্পেন ৫-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে। লরা কর্দোবা স্পেনের জয়ে দুই গোল করেন।
চ্যাম্পিয়ন হওয়ায় বেশ খুশি ব্রাজিলের কোচ উইলসন সাবোইয়া। তিনি বলেন, ‘আমি সত্যিই খুশি। খেলোয়াড়রা অসাধারণ, কোচিং স্টাফও চমৎকার। এই জয় একটি বড় ছাপ রেখে যাচ্ছে, কারণ এটি (দেশে) স্কুল, ক্লাব ও বিশ্ববিদ্যালয়গুলোতে ফুটসালকে আরও জনপ্রিয় করবে। তাতে করে আরও ভালো কোচ এবং খেলোয়াড় জন্মাবে।’
Publisher & Editor