আবার কি বাংলাদেশের জার্সিতে খেলবেন সাকিল আল হাসান? নাকি ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশে থাকায় এই অলরাউন্ডারের জাতীয় দলে ফেরার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। তবে সাকিব জানিয়েছেন সুযোগ পেলে আবারও বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে চান তিনি।
ইউটিউব চ্যানেল ‘বিয়ার্ড বিফোর উইকেট’–এর এক পডকাস্টে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান হাশিম আমলার সঙ্গে আলাপচারিতায় সাকিব পরিষ্কার করে বলেন, বিদায়ের আগে দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান তিনি—যেখানে থাকবে ওয়ানডে, টেস্ট ও টি–টোয়েন্টি—তিন সংস্করণই।
সাকিব বলেন, “আমার ইচ্ছা হলো বাংলাদেশে ফিরে ওয়ানডে, টেস্ট আর টি–টোয়েন্টি মিলিয়ে একটি সিরিজ খেলেই অবসরে যাওয়া। কোন ফরম্যাট দিয়ে শুরু বা শেষ হবে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, শুধু চাই সবগুলো সংস্করণেই শেষবার মাঠে নামতে। সমর্থকদের সামনেই আমার বিদায় বলতে ইচ্ছে করে। তাই তিন সংস্করণের একটি ঘরের মাঠের সিরিজ খেলেই ক্যারিয়ার শেষ করতে চাই।”
বিশ্বসেরা এই অল রাউন্ডার আরো জানান, বিদায়ের মুহূর্তটি সমর্থকদের জন্যই রাখতে চান, কারণ তাদের ভালোবাসা ও সমর্থন সবসময় তার সবচেয়ে বড় শক্তি।
২০২৪ সালের ভারত সফরের পর জাতীয় দলের বাইরে থাকলেও বিভিন্ন দলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি। বর্তমানে খেলছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি লিগে। সাকিবের মতে, এখনো খেলা চালিয়ে যাওয়ার একটাই কারণ—দেশের হয়ে খেলার যোগ্যতা ধরে রাখা।
Publisher & Editor