শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

রাফিনিয়া কেন ব্যালন ডি’অর জেতেননি, হতাশ আর্জেন্টাইন কোচ

প্রকাশিত: ০৭:১১, ০৩ ডিসেম্বর ২০২৫ | ১৯

ম্যাচের আগেই মুগ্ধতা প্রকাশ করেছিলেন। তবে সে স্তুতির মান রাখতেই যেন রাফিনিয়া জ্বলে উঠলেন ম্যাচে। গোল করলেন, বনে গেলেন ম্যাচসেরাও। আর তাতে ভর করেই বার্সেলোনা ৩-১ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদকে। 

ম্যাচের পর আরও এক প্রস্থ রাফিনিয়া স্তুতি গাইলেন আতলেতিকোর আর্জেন্টাইন কোচ দিয়েগো পাবলো সিমিওনে। ম্যাচের পর তিনি ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে অকপট প্রশংসা করেন।

সিমিওনে বলেন, ‘রাফিনিয়া অবিশ্বাস্য খেলোয়াড়। সে সব জায়গায় খেলতে পারে। উইঙ্গার হিসেবে, মিডফিল্ডার হিসেবে, স্ট্রাইকার হিসেবে, এমনকি উইং ব্যাক হিসেবেও।’

তিনি আরও যোগ করেন, ‘সে গোল করতে পারে, সুযোগ তৈরি করতে পারে, প্রেস করতে পারে এবং দৌড়াতে পারে।’ 

এরপরই ব্যালন ডি’অর নিয়ে প্রশ্নটা তুললেন সিমিওনে। বললেন, ‘আমি বুঝতেই পারি না সে কীভাবে ব্যালন ডি’অর জিততে পারেনি। সবাই যাকে পছন্দ তাকে বেছে নিতে পারে, কিন্তু আমি তাকে বেছে নিছি।’

ম্যাচে বার্সার হয়ে সমতায় ফিরিয়ে আনার গোলটি আসে রাফিনিয়ার পা থেকে। তিনি পুরো ম্যাচজুড়ে ছিলেন দলের আক্রমণের মূল ভরসা।

এ বছরের ব্যালন ডি’অর জিতেছেন পিএসজির উসমান দেম্বেলে। দ্বিতীয় হয়েছেন লামিন ইয়ামাল। রাফিনিয়া শেষ পর্যন্ত পঞ্চম স্থানে থাকেন।

Mahfuzur Rahman

Publisher & Editor