মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

প্রাণে বাঁচলেও নিরাপত্তা শঙ্কায় দিশা পাটানির বাবা

প্রকাশিত: ০১:৪৬, ১৮ নভেম্বর ২০২৫ |

মাস দুয়েক আগে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে ঘটে যাওয়া গুলির ঘটনায় বড়সড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন তার বাবা জগদীশ পাটানি। সেই সময় বাড়ির সামনে কয়েক রাউন্ড গুলি চালালে চরম আতঙ্কের সৃষ্টি হয়। অল্পের জন্য তার শরীরে গুলি লাগেনি বলে জানা যায়।

যে দুই দুষ্কৃতি এই কাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের পরে বন্দুকের গুলিতে ঝাঁজরা করে শাস্তি দেওয়া হয়। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দিশা পাটানির বাবা অবশেষে প্রশাসনের কাছ থেকে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স পেলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই জগদীশ পাটানি নিজের নিরাপত্তার কথা চিন্তা করে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেন।

লাইসেন্স পাওয়ার জন্য তিনি সব সরকারি নিয়মকানুন ও প্রক্রিয়া মেনে চলেন।

পুলিশের পক্ষ থেকে সব দিক খতিয়ে দেখে এবং তার আবেদনের যৌক্তিকতা বিচার করে লাইসেন্স মঞ্জুর করা হয়েছে।
 
গত ১২ সেপ্টেম্বর এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছিল। পরে জগদীশ পাটানি সংবাদমাধ্যমকে জানান, তার পোষা কুকুর সময়মতো তাকে সতর্ক না করলে গুলি সরাসরি তার শরীরে লাগত। 

এই ঘটনার পর যোগী আদিত্যনাথের সরকারের দ্রুত পদক্ষেপ এবং দুষ্কৃতিদের শাস্তির জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সে সময় তিনি বলেছিলেন, ‘আমাদের গোটা পরিবারের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।’ তবে নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকেই তিনি ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স নিয়েছেন বলে মনে করছেন অনেকে।

Mahfuzur Rahman

Publisher & Editor