মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

এবার প্রেমিকার জন্য এলিট এফবিআই সোয়াত দল মোতায়েন ক্যাশ প্যাটেলের

প্রকাশিত: ০১:২০, ১৮ নভেম্বর ২০২৫ |

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল তার কান্ট্রি মিউজিকশিল্পী প্রেমিকা অ্যালেক্সিস ওয়াটকিন্সকে নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে একটি এলিট এফবিআই সোয়াত দল মোতায়েন করেছেন—এমন তথ্য প্রক্যাশের পর তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। 

এমএস নাওকে দেওয়া তথ্যে জানা যায়, ওয়াটকিন্সের সুরক্ষায় থাকা এই বিশেষায়িত দলটি সাধারণত নাশভিলের ফিল্ড অফিসে দায়িত্ব পালন করে এবং গণহত্যা ও সন্ত্রাসী হামলার মতো বড় ধরনের হুমকি মোকাবিলায় প্রশিক্ষিত।

ওয়াটকিন্সের বেশির ভাগ সময় কাটে নাশভিলে, যেখানে তার সঙ্গে প্যাটেলের প্রথম পরিচয় হয়। তিনি শুধুমাত্র মাঝে মাঝে ওয়াশিংটন ডিসি বা লাস ভেগাসে প্যাটেলের বাড়িতে যান। ফলে এমন একজন ব্যক্তির জন্য কেন এ ধরনের নিরাপত্তা মোতায়েন করা হলো—তা নিয়ে দায়িত্বশীল মহলে প্রশ্ন উঠেছে। 

এফবিআইয়ের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ক্রিস্টোফার ও’লিয়ারি বলেন, ‘এর কোনো বৈধ ব্যাখ্যা নেই। এটি ক্ষমতার অপব্যবহার এবং সরকারি সম্পদের সরাসরি অপচয়।’ তিনি আরও বলেন, ‘তিনি প্যাটেলের স্ত্রী নন, এমনকি একই বাসায় বা একই শহরে থাকেন না।’

এই নিরাপত্তা মোতায়েন এমন সময়ে ঘটেছে, যখন জাতীয় নিরাপত্তা হুমকির মুখে থাকা সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল। বোল্টনের ওপর ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের এক সদস্যের মাধ্যমে সম্ভাব্য হত্যাচেষ্টার পর ডোনাল্ড ট্রাম্প তার নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত দেন। 

প্যাটেল আগেই বিতর্কে জড়ানো ছিল। এর আগে তিনি তার প্রেমিকার সঙ্গে পেনসিলভেনিয়ায় একটি রেসলিং ম্যাচ দেখতে যেতে ‘৬০ মিলিয়ন ডলারের সরকারি এফবিআই প্লেন’ ব্যবহার করায় তীব্র সমালোচনার সম্মুখীন হন। যদিও পরে তিনি দাবি করেন যে, ব্যক্তিগত ব্যবহারের জন্য সেই ব্যয় তিনি এফবিআইকে পরিশোধ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্যাটেল এসব সমালোচনার জবাবে বলেন, ওয়াটকিন্স ‘দেশপ্রেমী ও কান্ট্রি মিউজিকের এক অসাধারণ প্রতিভা’, যিনি ‘অনেকের জীবনে যা সম্ভব নয়, তারও বেশি অবদান রেখেছেন’। 

এদিকে, অ্যালেক্সিস ওয়াটকিন্স নিজেও আইনি সমস্যার মুখে আছেন। যুক্তরাষ্ট্রের সিনেটের সাবেক প্রার্থী স্যামুয়েল পার্কারের বিরুদ্ধে তিনি একটি মানহানি মামলা দায়ের করেছেন। পার্কার অভিযোগ করেছিলেন যে, ওয়াটকিন্সের ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসূত্র রয়েছে।

নিউজউইকের বরাত দিয়ে জানা যায়, মামলায় উল্লেখ করা হয়েছে, ‘স্যামুয়েল পার্কার অ্যালেক্সিস উইলকিন্স সম্পর্কে বারবার মিথ্যা কথা ছড়িয়েছেন, দাবি করেছেন যে তিনি—একজন মার্কিন বংশোদ্ভূত কান্ট্রি গায়িকা—একটি বিদেশি সরকারের এজেন্ট, যাকে এফবিআই পরিচালককে প্রভাবিত ও আপস করানোর উদ্দেশ্যে নিয়োগ দেওয়া হয়েছে।’

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে

Mahfuzur Rahman

Publisher & Editor