সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

দুটি লিমেরিক

প্রকাশিত: ০৮:১২, ০৪ নভেম্বর ২০২৫ | ৩০

হোসাইন রিদওয়ান আলী খান

বকশির পেয়াদারা পৌঁছে উগান্ডা

আকাশে উড়িয়ে দেয় পাকশির  ঝাণ্ডা,

বলে তারা, ‘পৃথিবীর

অর্ধেকই বকশির।’

কিন্তু পালায়, লোকে ছোড়ে যেই আণ্ডা।

২.

লোকে বলে, ‘কী দারুণ বকশির চাতুরী!

খালেবিলে মাছ মারে হাতে নিয়ে হাতুড়ি!

পানি থেকে উঠে এসে

তলোয়ারে কুটে শেষে

কচুপাতা দিয়ে করে ভেটকীর পাতুরি!’

Mahfuzur Rahman

Publisher & Editor