রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

নিউইয়র্কে সন্দ্বীপ সোসাইটি ইউএসএ এর নুতন কমিটি গঠিত: ফিরোজ সভাপতি, আলমগীর সাধারণ সম্পাদক

প্রকাশিত: ০৬:০৪, ০৪ নভেম্বর ২০২৫ | ৩০

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বৃহৎ সংগঠন সন্দ্বীপ সোসাইটি ইউএসএ এর ২০২৬ -২৭ সালের নুতন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসাইন পুনরায় নির্বাচিত হয়েছেন। কমিটি ঘোষণা করেন সন্দ্বীপ সোসাইটির নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এর প্রধান ছিলেন আলহাজ গাজী মোদাচ্ছের মিয়া, অন্য কমিশনার হলেন সানাউল্লাহ হাসান, মোঃ ফোরকান উদ্দিন, মোঃ মাকসুদুর রহমান ও আরিফ আর চৌধুরী।

নুতন এই কমিটিতে আরো আছেন : সিনিয়র সহ সভাপতি মঞ্জুর কাদের সোহাগ, ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম লাবু, আব্দুল মান্নান ও মোঃ আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ -সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন ফারুক, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম , সহ কোষাধ্যক্ষ মোঃ সোহেল, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন সুজন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাহমুদুল হাসান রাজীব, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক জোবাইদুল ইসলাম, প্রশিক্ষণ ও কর্ম সংস্থান সম্পাদক মোহাম্মদ আরিফ, প্রচার সম্পাদক ইমরুল হাসান আরফান, দপ্তর সম্পাদক আজমীর হোসাইন, মেইনস্ট্রিম ও আইন বিষয়ক সম্পাদক মোঃ আরিফুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেহান উদ্দিন সোহেল। নির্বাচন কমিশন জানায়, নুতন কমিটি তাদের প্রথম সভায় ১৬ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচন করবেন. তখন কার্যনির্বাহী পরিষদ হবে ৩৫ সদস্য বিশিষ্ট। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

Mahfuzur Rahman

Publisher & Editor