শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

বিয়ের পরিকল্পনার মাঝেই ভেঙে গেল টম ক্রুজ-আরামাসের প্রেম

প্রকাশিত: ০৩:১৮, ১৮ অক্টোবর ২০২৫ | ১০

কিছুদিন আগে অর্থাৎ চলতি মাসের শুরুর দিকে ঘনিষ্ঠ মহল সূত্রে হলিউডে গুঞ্জন উঠেছিল, মহাকাশে বিয়ে করার পরিকল্পনা করছেন টম ক্রুজ ও আনা ডে আরমাস। 

সেই গুঞ্জনের মাস খানেকও পার হয়নি, তার আগেই এল বিচ্ছেদের খবর। ভেঙে গেছে টম ক্রুজ ও আনা ডে আরমাসের প্রেমের সম্পর্ক। নয় মাসের সম্পর্কের পর তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান।
 
এ দুই তারকার এক ঘনিষ্ঠ সূত্র দ্য সানকে জানিয়েছে, ‘টম ও আনা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন, তবে তাদের সম্পর্ক এখন শেষ হয়েছে। তাঁরা আর প্রেমের সম্পর্কে নেই। তবে তারা ভালো বন্ধু হিসেবেই থাকতে চান। তারা বুঝতে পেরেছেন, সম্পর্কটা দীর্ঘস্থায়ী হওয়ার নয়, তাই বন্ধু হিসেবে থাকাই ভালো।

সূত্রটি আরও জানিয়েছে, টম ক্রুজ আর আনা ডের মধ্যে আগের মতো উন্মাদনা আর নেই, কিন্তু পরস্পরের সঙ্গ এখনো তাঁরা উপভোগ করছেন।

বিচ্ছেদের খবরটি এমন সময়েই সামনে এলো, যখন তাদের দুজনের একসঙ্গে একটি সিনেমায় কাজ করার কথা ছিল। ‘ডিপার’ নামে একটি থ্রিলার ছবিতে কাজ করার পরিকল্পনা করছিলেন টম ক্রুজ ও আনা ডে আরমাস। 

কিছু প্রতিবেদনে বলা হয়েছিল যে তাদের ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তনের কারণে ছবিটি স্থগিত করা হয়েছে।

তবে সেই গুজব উড়িয়ে দিয়ে সূত্রটি জানিয়েছে, ‘আনাকে ইতিমধ্যেই তার পরের ছবিতে কাস্ট করা হয়েছে, তাই তারা একসঙ্গে কাজ চালিয়ে যাবেন।’
 
ভারমন্টে হাতে হাত ধরে ঘোরার সময় টম ক্রুজ ও আনা ডে আরমাসের সম্পর্ক প্রকাশ্যে আসে। এ ছাড়া তারা মাদ্রিদ ও লন্ডনে রোমান্টিক ছুটি কাটাতে গিয়েছিলেন। টম ক্রুজের চালানো হেলিকপ্টার রাইডের সময় তাদের রোমান্স বেশ নজর কেড়েছিল। 

এর আগে ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ‘নক আউট’, ‘নো টাইম টু ডাই’ ও অ্যাকশন মুভি ‘ব্যালেরিনার’ খ্যাত অভিনেত্রী আনা ডে আরমাস।

সেই সম্পর্ক ভাঙার পর অভিনেতা পল বুকেডাকিসের সঙ্গে প্রেম হয় আরমাসের, তবে সেই সম্পর্কও টেকেনি। অন্যদিকে ২০১২ সালে কেটি হোমসের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর অনেকের সঙ্গেই টমের প্রেমের কথা শোনা গেছে। কোনো সম্পর্কেই থিতু হননি ‘মিশন: ইমপসিবল’ তারকা।

Mahfuzur Rahman

Publisher & Editor