শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

কয়লা মোরগের রেসিপি

প্রকাশিত: ১৬:০৩, ১০ অক্টোবর ২০২৫ | ২৩

উপকরণ
মোরগ: ১ কেজি

আদাবাটা: ১ টেবিল চামচ

রসুনবাটা: ১ চা-চামচ

পেঁয়াজ বেরেস্তা: ১ কাপ

মরিচ গুঁড়া: ১ টেবিল চামচ

জিরা গুঁড়া: আধা চা-চামচ

ধনে গুঁড়া: ১ চা-চামচ

কাবাব মসলা (দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোল মরিচ, জিরা, জয়ফল, জয়ত্রী ১ চা-চামচ করে নিয়ে টেলে বেটে নিতে হবে): ১ চা-চামচ (উঁচু) সঙ্গে পেঁয়াজ বেরেস্তাও বেটে নিতে হবে

লবণ: স্বাদমতো

তেল: প্রয়োজনমতো

ঘি: ১ টেবিল চামচ

ধোয়ার জন্য কাঠ কয়লা: ১ টুকরা

স্টিলের বাটি (ছোট): ১টি

অথবা ফয়েল পেপার: ১ টুকরা

ঢাকনা: ১টি

প্রণালি
মোরগের মাংস টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

মাংসের সঙ্গে আদাবাটা, রসুনবাটা, মরিচ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, কাবাব মসলা, টকদই ও ১ টেবিল চামচ তেল দিয়ে মেখে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।

তেল গরম করে মেরিনেট করা মাংস দিয়ে ভালো করে ফাটিয়ে নিন।

বাটা পেঁয়াজ (বেরেস্তা) দিন।

১ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন।

মাংস সেদ্ধ ও ভাজা-ভাজা হলে সার্ভিং ডিশে ঢেলে মাঝখানে ফয়েল পেপারের বাটি অথবা স্টিলের ছোট বাটি বসিয়ে তার মধ্যে জ্বলন্ত কাঠ কয়লা রেখে কয়লার ওপর ১ টেবিল চামচ ঘি দিয়ে পাঁচ-ছয় মিনিট ঢেকে রাখুন।

গরম-গরম পরোটা, লুচি, নানরুটি, পোলাও দিয়ে পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor