বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

জেমস বন্ডের পিস্তল সরিয়ে দেওয়ায় সমালোচনার ঝড়

প্রকাশিত: ০৩:৫৫, ০৮ অক্টোবর ২০২৫ |

দীর্ঘ অর্ধ শতাব্দী ধরে বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ড। বড়পর্দায় তার মানেই এক হাতে পানপাত্র আর অন্য হাতে বিখ্যাত ওয়ালথার পিপিকে পিস্তল। এই ইমেজেই অভ্যস্ত হয়ে উঠেছে ভক্তকুল। কিন্তু, সেই পরিচিত বন্ডের হাত থেকেই কি না পিস্তল মুছে দেওয়া হলো, যা নিয়ে রীতিমতো ভক্ত-অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিও তাদের ওয়েবসাইটে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজ়ির কয়েকটি জনপ্রিয় সিনেমার পোস্টার প্রকাশ করে। আর এতেই বাঁধে যত গণ্ডগোল। কারণ, প্রকাশিত সব পোস্টারেই ব্রিটিশ এজেন্ট ০০৭-এর হাত থেকে পিস্তলের ছবি মুছে দেওয়া হয় বা 'ক্রপ আউট' করা হয়। 

এমনকি, 'ডক্টর নো' এবং 'গোল্ডেন আই'-এর মতো কালজয়ী সিনেমার পোস্টারেও বন্ডের হাতে থাকা ওয়ালথার পিপি ও পিপিকে পিস্তলের কোনো চিহ্ন রাখা হয়নি। 'আ ভিউ টু আ কিল' ছবির পোস্টারে রজার ম্যুরের হাতে থাকা বন্দুকও বাদ পড়ে।

পিস্তলবিহীন বন্ডের এমন 'বিতর্কিত' অবতারে বাকরুদ্ধ হয়ে পড়েন অসংখ্য অনুরাগী। 'খুনের লাইসেন্সধারী' এই আইকনিক গুপ্তচরকে 'পিস্তলহীন' অবস্থায় মানতে নারাজ তারা। 

এই ঘটনাকে সরাসরি 'সাংস্কৃতিক ধ্বংসযজ্ঞ' (কালচারাল ভ্যান্ডালিজম) বলে ক্ষোভ উগরে দেন লেখক স্কট ম্যাকক্রি। ব্রিটিশ অভিনেতা রুফাস জোন্স রসিকতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘অ্যামাজন বন্ড পোস্টার থেকে পিস্তল সরিয়ে দিয়েছে। দেখে মনে হচ্ছে, শন কনেরি আর পিয়ার্স ব্রসনান কেউই খুশি নন।’ 

বিশ্বজুড়ে এই সমালোচনার মুখে শেষ পর্যন্ত নড়েচড়ে বসে অ্যামাজন প্রাইম ভিডিও। ভক্তদের ক্ষোভের তোপে দ্রুতই তাদের ওয়েবসাইট থেকে সেই বিতর্কিত পোস্টারগুলো সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কাকতালীয়ভাবে, বন্ড ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি 'ডক্টর নো' মুক্তির দিন ৫ অক্টোবরকে যে দিন 'জেমস বন্ড দিবস' হিসেবে উদযাপন করা হয়, সেই দিনেই বিতর্কিত পোস্টারগুলো সরিয়ে নেওয়া হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor