বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

মেসিকে আবেগাপ্লুত করে জর্দি আলবার অবসর ঘোষণা

প্রকাশিত: ০৩:৫৩, ০৮ অক্টোবর ২০২৫ |

সপ্তাহ দুয়েক আগে চলতি মৌসুম শেষেই অবসর নেবেন বলে ঘোষণা দিয়েছিলেন সার্জিও বুসকেটস। এবার একই পথে হাঁটার ঘোষণা এলো তার স্পেন জাতীয় দল ও বার্সেলোনার পর ইন্টার মায়ামিতে লম্বা সময়ের সতীর্থ জর্দি আলবার কাছ থেকে। লিওনেল মেসিকে অনুসরণ করেই সাবেক দুই বার্সা তারকা আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিতে যোগ দিয়েছিলেন। তবে সেই অধ্যায় অচিরেই থামছে।

৩ দিন আগে বুসকেটসের অবসর ঘোষণাকে কেন্দ্র করে ম্যাচের আগে অভ্যর্থনা দিয়েছিল ইন্টার মায়ামি। বিপরীতে ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ থাকায় আলবার ঘোষণাটা কিছুটা চমকই বটে! বার্সেলোনার পর মায়ামিতেও মেসির অনেক গোলের সঙ্গী আলবা। ফলে সামাজিক মাধ্যমে দেওয়া তারা বার্তাটি নিশ্চয়ই মেসির জন্যও আবেগের। আলবা বলছেন, ‘আমার জীবনে সত্যিকার অর্থে মূল্যবান অধ্যায় প্রায় শেষের দ্বারপ্রান্তে।’

স্পেনের সাবেক এই ডিফেন্ডার জানান, ‘এই মৌসুম শেষে আমি আমার পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমি এই অধ্যায় শেষ করছি দৃঢ় প্রত্যয়, শান্তি ও সুখের সঙ্গে– কারণ আমি নিজের প্রতি বিন্দু আবেগ দিয়ে এই পথে হেঁটেছি। তাই এখন নতুন অধ্যায় শুরু এবং সবচেয়ে সুন্দর অনুভূতি নিয়ে পুরোনো অধ্যায় বন্ধ করার সময় এসে গেছে।’

ইনস্টাগ্রামে আলবার ভিডিও বার্তার মন্তব্য ঘরে আক্ষেপ ঝরেছে মেসির কণ্ঠে। তিনি লেখেন, ‘তোমাকে ধন্যবাদ জর্দি। তোমাকে অনেক মিস করব। একসঙ্গে অনেক মুহূর্ত কাটানোর পর আমার বাঁ পাশে তোমাকে দেখতে না পাওয়া অদ্ভুত অনুভূতির। এত বছর ধরে তোমার কাছ থেকে এত অ্যাসিস্ট পাওয়া পাগলাটে। এখন কে আমাকে পেছন থেকে বল পাস দেবে?’

সবমিলিয়ে আর্জেন্টাইন মহাতারকার ৩৩ গোলে অ্যাসিস্ট করেছেন জর্দি আলবা। তার চেয়ে কেবল তিনজন বেশি গোল করার পথে মেসিকে বলের যোগান দিয়েছেন। তারা হচ্ছেন– লুইস সুয়ারেজ (৬০), দানি আলভেজ (৪২) ও আন্দ্রেস ইনিয়েস্তা (৩৭)।

২০২৩ সালের জুনে সর্বশেষ ইউরোপীয় ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এর অল্প সময় পরই ফ্লোরিডার ঠিকানায় নিজের নাম লেখান ৩৬ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার আলবা। একে একে যুক্ত হয়ে লুইস সুয়ারেজ ও বুসকেটসরা বার্সেলোনায় দ্বিতীয় ক্যাম্প গড়ে তুললেন মায়ামিতে। এর আগে বার্সেলোনার হয়ে ২০১৫ চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও ৬টি লা লিগা এবং ৫টি কোপা দেল রে জিতেছেন আলবা। 

Mahfuzur Rahman

Publisher & Editor