বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

নিউইয়র্ক টাইমস স্কয়ারে গ্রেফতার বাংলাদেশি দিনেশ মজুমদার

প্রকাশিত: ০৩:৪০, ০৮ অক্টোবর ২০২৫ |

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি দিনেশ মজুমদারকে নিউইয়র্ক পুলিশ গ্রেফতার করেছে। ৩ অক্টোবর শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটে ম্যানহাটনের টাইমস স্কয়ারে তাঁকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বাদী শক্তি গোপ্তার সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ অভিযান পরিচালনা করে। বিভিন্ন সূত্রের দাবি, দিনেশ মজুমদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতারণা, আর্থিক অনিয়ম ও ধর্মীয় বিভাজন সৃষ্টির অভিযোগ ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে সনাতন ও ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সম্প্রদায়ের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। ব্যবসায়িক ক্ষেত্রেও প্রতারণার নানা অভিযোগ উঠেছিল। অভিযোগ রয়েছে, পূজার অনুদান ও টিকিট বিক্রির নামে সংগৃহীত অর্থ যথাযথভাবে ব্যবহার করা হয়নি।

নিউইয়র্কের পূজা আয়োজক কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, গত বছরের দুর্গোৎসবে টিকিট বিক্রির নামে প্রায় ১১ হাজার ডলার আত্মসাতের অভিযোগে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল। এছাড়া শিল্পীদের নাম ভাঙিয়ে অর্থ আদায়, পূজার মূর্তি কেনার নামে অর্থ নিয়ে ফেরত না দেওয়ার ঘটনাও তদন্তাধীন বলে জানা গেছে।

বাদী শক্তি গোপ্তা বলেন, “দিনেশ মজুমদার শুধু প্রতারকই নন, বরং প্রবাসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টেরও অপচেষ্টা করেছেন।”
এদিকে, দিনেশ মজুমদারের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তাঁর যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Mahfuzur Rahman

Publisher & Editor