মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

সরকারি চাকরির খোঁজ পাবেন কোথায়

প্রকাশিত: ০২:২৪, ০৭ অক্টোবর ২০২৫ | ১০

‘গভর্নমেন্ট সেক্টরের জবগুলো তো বিভিন্ন ওয়েবসাইটগুলোতে আছে। যেমন: সিটি জবগুলোর জন্য ডিসিএএস। ডিসিএএসে গেলেই তারা দেখতে পাবে যে, মান্থলি কত, কী কী ওপেনিং আসতেছে।' নিউ ইয়র্কের সরকারি অনেক সংস্থায় নিয়মিতই জনবল নিয়োগ হয়। খোঁজ পেলে অনেকেই আবেদন করে লুফে নিতে পারেন চাকরির সুযোগ।

এ সংক্রান্ত একটি প্রশ্ন একজন অতিথিকে করছেন টিবিএন ভিউজের সঞ্চালক এহসান জুয়েল। এর উত্তরে অতিথি বলেন, ‘গভর্নমেন্ট সেক্টরের জবগুলো তো বিভিন্ন ওয়েবসাইটগুলোতে আছে। যেমন: সিটি জবগুলোর জন্য ডিসিএএস। ডিসিএএসে গেলেই তারা দেখতে পাবে যে, মান্থলি কত, কী কী ওপেনিং আসতেছে।

আবার স্টেইট জবগুলোর জন্য যদি আপনি গুগলে সার্চ করেন, নিউ ইয়র্ক স্টেইট সিভিল সার্ভিস, তাহলে দেখবেন যে, সিভিল সার্ভিসের পেইজটা চলে আসতেছে। এখন ওখানে দেখতে পাবেন যে, আপনার কী কী পজিশনগুলো ওপেনিং আছে।

আর যদি আপনি ফেডারেল গভর্নমেন্টে যেতে চান, সেই ক্ষেত্রে ইউএসএ ডটগভ। ইউএসএ ডটগভে গেলে আপনি ফেডারেল গভর্নমেন্ট জবগুলো পেয়ে যাবেন। আর যদি কাউন্টি ওয়াইজ যেতে চান, কাউন্টি গভর্নমেন্ট যেখানে আছে, এখানে তিন-চার ধরনের গভর্নমেন্ট সেক্টর আছে।

সাপোজ সাফো কাউন্টি, নাসো কাউন্টি, কুইন্স কাউন্টি। দেন ওয়েচেস্টার কাউন্টি। এই কাউন্টির ওয়েবসাইটগুলোতে গেলে ওখানে কাউন্টির গভর্নমেন্ট সেক্টরের জবগুলো পাবেন।

Mahfuzur Rahman

Publisher & Editor