মুহূর্তের মধ্যেই মোরগ নিয়ে উড়াল দিল প্রাণীটিকে অক্টোপাসের মতো ধরে রাখা কোয়াডকপ্টার। পা দুটি গুটিয়ে নিল মোরগ।
সমতলে দাঁড়ানো ঝুটিওয়ালা লাল মোরগ। পিঠে তার চার পাখার কালো রঙের কোয়াডকপ্টার। এর সঙ্গে সংযুক্ত সাদা রঙের ডিভাইস।
মুহূর্তের মধ্যেই মোরগ নিয়ে উড়াল দিল প্রাণীটিকে অক্টোপাসের মতো ধরে রাখা কোয়াডকপ্টার। পা দুটি গুটিয়ে নিল মোরগ।
এভাবে কয়েক সেকেন্ড। তারপর মোরগসহ কোয়াডকপ্টার অবতরণ করল নিকটবর্তী একটি স্থানে।
দৃশ্যগুলো কোনো সিনেমা বা নাটকের নয়। এগুলো অ্যামেরিকায় অবস্থিত চীনা দূতাবাসের একটি ভিডিওর।
দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে রবিবার এ ভিডিও আপলোড করে, যেটি ১০ সেকেন্ডের। এর একটি অংশে ইংরেজিতে ‘সোরা’ লেখা ছিল।
ভিডিওর ক্যাপশনে ‘হ্যাপি উইকেন্ড’ লেখার পাশে ছিল তিনটি হাসির ইমোজি।
অ্যামেরিকার সাপ্তাহিক ছুটির দিনে এমন ভিডিও মজার ছলে নাকি অন্য কোনো উদ্দেশ্যে, তা বোঝার উপায় নেই ক্যাপশন দেখে।
এ প্রতিবেদন লেখার সময় ভিডিওটিতে লাইক পড়ে প্রায় এক হাজার। এতে কমেন্ট পড়ে ৬৫টি। এ ছাড়া ১৩৫টি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার হয়।
মন্তব্যের ঘরে একজন লিখেন, ‘দক্ষ মোরগ।’
অন্য একজন লিখেন, কোয়াডকপ্টারের ফ্যানগুলো দুর্ঘটনাবশত মোরগের মাথা কাটবে না।
এমন ভিডিও শেয়ার করায় পেজটি চীনা দূতাবাসের কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন একজন।
হাসির দুটি ইমোজি দিয়ে আরেকজনের মন্তব্য, ‘চোররা একটি ধারণা পেল।’
Publisher & Editor