এনওয়াইপিডির মতে, ২৭ বছর বয়সী এক তরুণী তার দরজায় এক তরুণ নির্যাতন করছেন বলে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে যান ছয়জন কর্মকর্তা।
ব্রুকলিনে রবিবার সকালে পুলিশের গুলিতে এক তরুণ নিহত হওয়ার ঘটনা তদন্ত করছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আইউইটনেস নিউজ জানায়, ইস্ট ফ্ল্যাটবুশের ইস্ট এইটিসিক্সথ স্ট্রিট ও কভেন্ট্রি রোডের কাছে সকাল ৯টার পরপরই এ ঘটনা ঘটে।
এনওয়াইপিডির মতে, ২৭ বছর বয়সী এক তরুণী তার দরজায় এক তরুণ নির্যাতন করছেন বলে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে যান ছয়জন কর্মকর্তা।
৯১১ নম্বরে কল করে ওই নারী জানান, পুরুষটি তার পরিচিত এবং তিনি তার কাছ থেকে সুরক্ষা চান।
ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তারা দেখেন, তরুণীর বর্ণনার সঙ্গে মিলে যাওয়া ২৮ বছরের তরুণ ভবনটি ছাড়ছেন। কর্মকর্তারা অগ্রসর হলে তরুণ পালিয়ে যান।
ইস্ট এইটিসিক্সথ স্ট্রিটের দক্ষিণ দিকে তরুণকে তাড়া করে পুলিশ। এর একপর্যায়ে তার মুখোমুখি হন বাহিনীর সদস্যরা।
কভেন্ট্রি রোডে মুখোমুখি হওয়া তরুণের হাতে একটি আগ্নেয়াস্ত্র ছিল। কর্মকর্তারা অনেকবার তাকে অস্ত্রটি ফেলতে বলেন, কিন্তু তাতে কর্ণপাত করেননি অস্ত্রধারী। এর একপর্যায়ে গুলি ছোড়ে পুলিশ।
পেট্রল বরো ব্রুকলিন সাউথের কমান্ডিং অফিসার অ্যাসিস্ট্যান্ট চিফ ফ্র্যাঙ্ক গিওরড্যানো রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে জানান, অস্ত্র ফেলতে বারবার তাকে সতর্ক করার পরও তরুণ আদেশ মানেননি। তার বুকে একবার গুলি করা হয়েছে।
ঘটনাস্থলে ছুটে যাওয়া প্রাথমিক সাড়াদানকারীরা কিংস কাউন্টি হসপিটালে নেওয়ার আগে তরুণের কার্ডিওপালমোনারি রিসাসসাইটেশন তথা সিপিআর করাতে চেয়েছিলেন। হাসপাতালে মৃত্যু হয় তরুণটির।
কর্মকর্তারা জানান, গুলির ঘটনাগুলো পুলিশ সদস্যদের দেহে পরা ক্যামেরায় ধরা পড়ে।
গুলির পর ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করে পুলিশ।
কর্তৃপক্ষ ফোন করা নারীর সঙ্গে নিহত তরুণের সম্পর্ক তদন্ত করছে, তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, এ দুজনের মধ্যে ইতোপূর্বে কয়েকবার ঝামেলা হয়েছিল।
Publisher & Editor