শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

শাকিব খান লক্ষ্মী ছেলে : আফজাল হোসেন

প্রকাশিত: ১২:৩৩, ২০ সেপ্টেম্বর ২০২৫ |

প্রথমবারের মতো কোনো পডকাস্টে অংশ নিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনয়শিল্পী ও নির্মাতা আফজাল হোসেন। পডকাস্টে কথা প্রসঙ্গে আফজাল হোসেন জানান, শুরুতে তিনি রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করতে চাননি। পরে বন্ধু ফরিদুর রেজা সাগরের অনুরোধে সিদ্ধান্ত পাল্টান। শেষ পর্যন্ত ছবিটিতে কাজের অভিজ্ঞতাকে তিনি ‘সুখকর’ বলে অভিহিত করেন।

চিত্রনায়ক শাকিব খানকে ‘লক্ষ্মী ছেলে’ সম্বোধন করে আফজাল হোসেন বলেন, ‘ক্যারিয়ারের ২৬ বছর পার করার পরও শাকিব খানের প্রতিনিয়ত দর্শকদের কাছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার তাড়না আমাকে মুগ্ধ করে।’
 
আলোচনার একপর্যায়ে সমাজ ও জীবনের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন, ‘এখন প্রেম থাকলেও প্রেমহীনতা বেশি। মানুষ অল্পতেই অসন্তুষ্ট হয়ে যায়। জীবনে কৃতজ্ঞতা নেই, বিস্ময় নেই।

কাছের মানুষকেও ধন্যবাদ জানাতে ভুলে যাই আমরা।’ নিজের শুরুর দিনের স্মৃতিচারণা করতে গিয়ে আফজাল হোসেন জানান, বিদ্যুৎবিহীন একটি গ্রামের ছেলে হিসেবে তাঁর শৈশব কেটেছে হারিকেনের আলোতে। সেই দিনগুলোতে গ্রামের প্রতিটি উৎসব, মাঠ, পুকুর কিংবা পথঘাট তাঁর কাছে ছিল একান্ত নিজের।

জানা যায়, মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৮ম পর্বে অতিথি হয়ে আসছেন আফজাল হোসেন।
এটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান। এই পর্বটি প্রচার হবে ২০ সেপ্টেম্বর শনিবার রাত ৯টায়। 

Mahfuzur Rahman

Publisher & Editor