এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ফিফটি হাঁকিয়েছিলেন পাতুম নিশাঙ্কা। সেই ছন্দেই আজও ব্যাটিং করছিলেন শ্রীলঙ্কান ওপেনার। শুরুতে দুবাইয়ে ঝড় তুললেও তা দীর্ঘ হতে দেননি তাসকিন আহমেদ।
দলীয় ৪৪ রানের সময় নিশাঙ্কাকে থামান তাসকিন।
তাতে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। তবে ফেরার আগে ১৪৬.৬৬ স্ট্রাইকরেটে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন নিশাঙ্কা।
নিশাঙ্কা আউট হলেও শ্রীলঙ্কার রানের চাকা সচল রাখছিলেন আরেক ওপেনার কুশল মেন্ডিস। তবে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলা উইকেটরক্ষক-ব্যাটারকে ৩৪ রানে থামিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান শেখ মেহেদী।
বোলিংয়ের শুরুটা ভালো না হলেও দলীয় ১৪ রানের ব্যবধানে দুই ওপেনারকে ফেরায় বাংলাদেশ।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ২ উইকেটে ৬০ রান শ্রীলঙ্কার। ব্যাটিংয়ে আছেন কামিল মিশরা ও কুশল পেরেরা। দুজনই সমান ২ রানে অপরাজিত আছেন।
এর আগে টস জিতে ফিল্ডিংয় নেয় বাংলাদেশ। একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছেন লিটন দাসরা। রিশাদ হোসেন ও নুরুল হাসান সোহানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী ও শরিফুল ইসলাম। শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই।
Publisher & Editor