শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ইকুয়েডরে ফুটবলারকে গুলি করে হত্যা, এক মাসে তিন খেলোয়াড় খুন

প্রকাশিত: ১২:২৮, ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১১

ইকুয়েডরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক ফুটবলার। দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব দে জুলিও এফসির খেলোয়াড় জনাথান গঞ্জালেসকে (৩১) শুক্রবার হত্যা করা হয়েছে। চলতি সেপ্টেম্বরের লাতিন আমেরিকার এই দেশটিতে এ নিয়ে তৃতীয় ফুটবলারের হত্যাকাণ্ড।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভক্তদের কাছে ‘স্পিডি’ নামে পরিচিত গঞ্জালেসকে ইকুয়েডরের উত্তরাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ এসমেরালদাসে গুলি করে হত্যা করা হয়। কলম্বিয়া সীমান্তবর্তী এ অঞ্চলটি দীর্ঘদিন ধরে মাদকচক্রের দখলে। স্থানীয় পুলিশের তথ্যমতে, একদল সশস্ত্র ব্যক্তি স্থানীয় একটি বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই প্রাণ হারান গঞ্জালেস। এসময় আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া ও পেরুর মাঝখানে অবস্থিত ইকুয়েডর বর্তমানে মাদক পাচারের অন্যতম রুট। বিশ্বের প্রায় ৭০ শতাংশ কোকেন এখান থেকেই পাচার হয়। মাদকচক্রের আধিপত্য বাড়তে থাকায় দেশটিতে হত্যার হার ভয়াবহভাবে বেড়েছে। ২০১৮ সালে প্রতি লাখে ৬ জন খুন হলেও ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৪৭ জনে—যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। গত বছর এ সংখ্যা সামান্য কমে দাঁড়ায় ৩৮।

চলতি মাসেই ইকুয়েডরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মান্টা শহরে দ্বিতীয় বিভাগের দল এক্সাপ্রোমো কোস্টা এফসির দুই ফুটবলার মাইকোল ভ্যালেন্সিয়া ও লিয়ান্দ্রো ইয়েপেজকে গুলি করা হয়। ঘটনাস্থলেই নিহত হন ভ্যালেন্সিয়া, দুদিন পর মারা যান ইয়েপেজ। ক্লাবটির দাবি, খেলোয়াড়দের উদ্দেশে নয়, অন্য কাউকে টার্গেট করে হামলা চালানো হয়েছিল।

নিহত গঞ্জালেস একসময় খেলেছেন প্যারাগুয়ের নামকরা ক্লাব ওলিম্পিয়া এবং মেক্সিকোর লিওনের জার্সিতে। জনাথান গঞ্জালেসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ) ও স্থানীয় ক্লাবগুলো।

Mahfuzur Rahman

Publisher & Editor