বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

টাইমস স্কয়ারের নতুন ক্যাসিনো প্রকল্প বাতিল

প্রকাশিত: ০৮:১০, ১৮ সেপ্টেম্বর ২০২৫ |

বুধবার সকালে কমিউনিটি এডভাইজরি কমিটি এক ভোটের আয়োজন করে। কমিটিতে থাকা ছয় জনের ভেতর চারজনই ক্যাসিনো প্রকল্প বাতিলের পক্ষে ভোট দেয়।
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে প্রস্তাবিত ‘সিজারস প্যালেস’ নামের ক্যাসিনো নির্মাণ প্রকল্পটি স্থানীয় ও কমিউনিটি এডভাইজরি কমিটির বাধায় বাতিল করা হয়েছে।

আইউইটনেসনিউজ জানায়, বুধবার সকালে কমিউনিটি এডভাইজরি কমিটি এক ভোটের আয়োজন করে। কমিটিতে থাকা ছয়জনের মধ্যে প্রকল্প বাতিলের পক্ষে ভোট দেয়।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, টাইমস স্কয়ারে প্রচলিত ব্রডওয়ে থিয়েটার শিল্পের ঐতিহ্য এবং এর সঙ্গে জড়িত থাকা এক হাজার জন নিউ ইয়র্কার কর্মীর ভবিষ্যতের কথা ভেবে কমিউনিটি এই প্রকল্প বাতিল করে।

এ ঘটনায় প্রস্তাবিত সিজার প্যালেস প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা ডেভলপার প্রতিষ্ঠান এস এল-গ্রিন এর সিইও মার্ক হলিডে দুঃখ প্রকাশ করেছেন।

হলিডে সংবাদমাধ্যমকে বলেন, এই প্রস্তাব বাতিল করেছে, তারা কাপুরুষ।

এ ছাড়া টাইমস স্কয়ারের সিজারস প্যালেস ছাড়াও হাডসন ইয়ার্ডসে প্রস্তাবিত অ্যাভেনির ক্যাসিনো প্রকল্পটিও বাতিল করে কমিটি।

Mahfuzur Rahman

Publisher & Editor