মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ারের উৎসবমুখর রিভার ক্রুজ

প্রকাশিত: ০৭:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৪

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউানিটির পরিচিত ও স্বনামখ্যাত শাহনেওয়াজ গ্রুপ ও এর অঙ্গ প্রতিষ্ঠান নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ারের উদ্যেগে এক মনোমুগ্ধকর রিভার ক্রুজর আয়োজন করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর নিউইয়র্কের ফ্লাশিং মেডোস করোনা পার্কের তীর ঘেঁষে হাডসন রিভারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই আয়োজন। এতে প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, কমিউনিটির সদস্য এবং প্রবীণরা অংশ নেন। যাত্রার শুরুতে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এই আয়োজনের উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার লায়ন শাহ নেওয়াজ ও তার স্ত্রী রানো আমেনা নেওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চীফ ফাইনান্সিয়াল অফিসার জাহেদ আলম ও চীফ এক্সিকিউটিভ ডিরেক্টর ফুয়াদ হোসাইন। পরে নদীর মনোরম দৃশ্য উপভোগ করেন সবাই। এ সময় আনন্দ উল্লাসে মেতে উঠেন সবাই। সংগীত পরিবেশনার মাধ্যমে আয়োজনটি আরও উৎসবমুখর হয়ে ওঠে। শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার লায়ন শাহ নেওয়াজ বলেন, আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে। প্রতি বছর কোন না কোন প্রতিষ্ঠানের আয়োজনে এমন অনুষ্ঠান হয়। এবার আমরা সিনিয়র এডাল্ট ডে কেয়ারের আয়োজনে রিভার ক্রুজের আয়োজন করেছি।

তিনি বলেন, আমাদের লক্ষ্য প্রবীণদের জন্য এমন একটি নিরাপদ ও সমর্থনমূলক পরিবেশ তৈরি করা। যেখানে তারা মানসম্মত জীবনযাপন করতে পারেন এবং তাদের স্বাধীনতা ও সম্মান বজায় থাকে। প্রসঙ্গত, নিউইয়র্ক শহরের বাঙালি কমিউনিটি এবং অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের প্রবীণদের জন্য নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার প্রাপ্তবয়স্কদের বিশেষ দিবাশ্রম কেন্দ্র। ফোরেস্ট হিলসের কুইন্স ব্লেভার্ডে অবস্থিত এই কেন্দ্রটি বয়স্কদের জন্য একটি সুরক্ষিত, সহায়ক এবং মনোরম পরিবেশ নিশ্চিত করে। যেখানে তারা সামাজিকীকরণ, নজরদারি, ব্যক্তিগত যত্ন ও পুষ্টি সংক্রান্ত সেবা পান।
কেন্দ্রটির কার্যক্রমের মধ্যে রয়েছে বাঙালি ঐতিহ্যবাহী খেলা, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য পরীক্ষা, ব্যায়াম ক্লাস, পুষ্টি শিক্ষা, শিল্পকর্ম ও ভাষা শিক্ষা। এছাড়াও প্রার্থনার সুবিধা, সিনেমা প্রদর্শনী, সঙ্গীত অনুষ্ঠান এবং অতিথি বক্তাদের মাধ্যমে বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রমও আয়োজন করা হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor