মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ঘন, কালো ও আকর্ষণীয় ভ্রু, জেনে নিন ৫ সহজ কৌশল

প্রকাশিত: ০৭:২১, ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৯

ঘন, কালো ও আকর্ষণীয় ভ্রু চেহারার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে বহুগুণ। চোখকে যেমন উজ্জ্বল করে তোলে তেমনি পুরো মুখের সাজকেও করে তোলে পরিপূর্ণ। কিন্তু ভ্রু যদি অগোছালো হয়, তাহলে তা সেই সৌন্দর্য কমিয়ে দিতে পারে। নিয়মিত যত্ন আর কয়েকটি সহজ কৌশল মানলেই ভ্রু হতে পারে নিখুঁত ও স্বাভাবিক সৌন্দর্যের প্রতীক।

১. মুখের সঙ্গে মানানসই আকৃতি বেছে নিন

ভ্রুর আকার বাছাই করার সময় ট্রেন্ডের পেছনে না ছুটে নিজের মুখের গঠন অনুযায়ী ঠিক করা উচিত। কোথা থেকে ভ্রু শুরু হবে, কোথায় বাঁক নেবে আর কোথায় শেষ হবে এটি একটি সাধারণ কলম দিয়েই মেপে নেওয়া সম্ভব। এতে ভ্রু অস্বাভাবিক না লেগে স্বাভাবিক ও মানানসই দেখাবে।

২. ভরাট করুন, আঁকবেন না

ভ্রুর ফাঁকা জায়গাগুলোতে হালকা স্ট্রোক দিতে পারেন ভ্রু পেনসিল দিয়ে।

পরে ব্রাশ করে নিলে ভ্রু আরো ঘন ও সুন্দর লাগবে। তবে পুরো ভ্রু আঁকার চেষ্টা করলে তা কৃত্রিম দেখাতে পারে।
৩. দুই দিক স্পষ্ট করুন

ভ্রুর ওপরের ও নিচের অংশে সামান্য কনসিলার ব্যবহার করলে আকৃতি আরো পরিষ্কারভাবে ফুটে ওঠে। অল্প ব্লেন্ড করলেই ভ্রু হয়ে উঠবে গোছানো ও শার্প।

৪. বাড়তি লোম তুলবেন না

অতিরিক্ত প্লাক করলে ভ্রু সরু হয়ে যায়। তাই গোসলের পর ভ্রু নরম অবস্থায় হালকা ব্রাশ করে শুধু বাড়তি লোম কেটে ফেলা ভালো। এতে ভ্রুর প্রাকৃতিক ঘনত্ব নষ্ট হবে না।

৫. ভ্রুর জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

ভ্রু ঘন করতে প্রতিদিন অল্প তেল দিয়ে হালকা মাসাজ করতে পারেন। পাশাপাশি শাকসবজি, বাদাম, মাছ, ডিম এবং প্রচুর পানি রাখুন খাদ্যতালিকায়।

শরীর ভেতর থেকে পুষ্ট হলে ভ্রুতেও তার প্রভাব পড়বে। অল্প যত্ন আর সচেতনতা দিয়েই ভ্রু হয়ে উঠতে পারে মুখের সবচেয়ে নজরকাড়া অংশ। আর এর জন্য দরকার নেই বাড়তি খরচের, বরং নিয়মিত যত্নই যথেষ্ট।

Mahfuzur Rahman

Publisher & Editor