মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র বিশাল পথ মেলা, জমকালো সাংস্কৃতিক পরিবেশনা

প্রকাশিত: ০৭:০৪, ১০ সেপ্টেম্বর ২০২৫ | ২২

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো বিশাল পথ মেলা। গত ৩১ আগস্ট রোববার বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের পার্ডি এভিনিউ এলাকায় অনুষ্ঠিত এ মেলা পরিনত হয়েছিল একখন্ড বাংলাদেশে। দেশ-প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো সাংস্কৃতিক পরিবেশনা প্রাণভরে উপভোগ করেন মেলায় আসা হাজারো দর্শক-শ্রোতা। জমজমাট এ মেলায় বাংলাদেশী রকমারী পোশাক, প্রসাধন, অলংকার, উপহার সামগ্রী, রিয়েল এস্টেট, নিউইয়র্ক সিটি ও স্টেট হেলথ ডিপার্টমেন্টের অনুমোদিত বাংলাদেশী ব্যবস্থাপনায় বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানী ও স্থাস্থ্য সেবা, বাঙালি খাবারসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। খবর ইউএসএনিউজঅনলাইন’র। সকাল থেকে মেলার কার্যক্রম শুরু হলেও এদিন বিকেল ৪টায় বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও মেলা কমিটির কনভেনর মো. সামাদ মিয়া জাকারিয়া।

সংগঠনের কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে মেলাটির উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটি ইনকের সভাপতি আতাউর রহমান সেলিম। অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন ব্রঙ্কস ডিস্ট্রিক্ট ৮৭ থেকে নির্বাচিত এসেম্বলি মেম্বার কারিনেস রিয়াস, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী ও টাইটেল স্পন্সর আব্দুর রব দলা মিয়া। সাধারণ সম্পাদক সম্পাদক শেখ অলি আহাদ ও সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. আব্দুস শহীদ, উপদেষ্টা মাহাবুব আলম, মো: শামিম মিয়া, শাহেদ আহমদ, কাওছারুজ্জামান কয়েস, আব্দুল মুহিত, সহ সভাপতি মোস্তাকুর রহমান (লিটন), কাজী রবিউজ্জামান ও মো. ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সুরাইয়া আলম লাকি, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির সোহেল, সাংগঠনিক সম্পাদক দিপঙ্কর দেব সুমন, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুরজিৎ কিশোর দাশ, প্রচার সম্পাদক শেখ সফিকুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিতুন দেব, যুব ও ক্রীড়া সম্পাদক রায়হান পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদক জুলি রহমান, কার্যকরী সদস্য বিলাল ইসলাম, বিজয় কুমার সাহা, কাজীরুল ইসলাম, জহুরুল ইসলাম, চৌধুরী মোহাম্মদ মুমিত প্রমুখ।

মেলা চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনওয়াই ক্যাপ্টেন কারাম চৌধুরী, বাংলাদেশ সোসাইটি ইনকের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি বোর্ড মেম্বার জুনেদ চৌধুরী, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারি, বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহিম বাদশা, ঠিকানার সম্পাদক এম এম শাহীন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, জাবেদ উদ্দিন, স্পন্সরদের মধ্যে ছিলেন আহাদ আলী সিপিএ, তোফায়েল চৌধুরী লিটন, খলিল বিরিয়ানি হাউজের সিইও খলিলুর রহমান, সাইদুর রহমান লিংকন, স্টার ফার্মেসি ও ডায়গনিস্টিকের জ্য্যানারেল ম্যানেজার মোহাম্মদ আলী, তিতাস মাল্টিি সার্ভিসের প্রেসিডেন্ট মেহের বি চৌধুরী, জাহানগীর কাজী, হেলথ ফাস্ট’র বোরহান চৌধুরী, পার্কচেস্টার রিয়েলিটির সালে উদ্দিন সাল, সিপিএ জাকির চৌধুরী, ডিটেকটিভ (অব:) মাসুদুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট জামাল হোসাইন, ইমরান শাহ রন, আবুল লেইছ চৌধুরী, খবির উদ্দিন ভুইয়াা, নুরুল ইসলাম, আক্তারুজ্জামান হ্যাপি প্রমুখ।

মেলা উদযাপন কমিটিতে ছিলেন আহ্বায়ক মো: সামাদ মিয়া জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, বিজয় কৃষ্ণ সাহা, সদস্য সচিব শেখ শফিকুর রহমান, যুগ্ম সদস্য সচিব কাজী রবিউজ্জামান, সুরাইয়া আলম লাকি, প্রধান সমন্বয়ক মোস্তাকুর রহমান লিটন, সমন্বয়ক দিপংকর দেব ও কাজিরুল ইসলাম শিপন। সাংস্কৃতিক উপ-কমিটি ছিলেন রায়হান পারভেজ, কবি জুলি রহমান, মিথন দেব। অর্থ উপ কমিটিতে ছিলেন হুমায়ুন কবির সুহেল, আবুল কালাম আজাদ, মহিবুল হক, বিলাল ইসলাম, আশফাকুল হক চৌধুরী, মো: ফখরুল ইসলাম, নাজমুল ইসলাম রাসেল, মো: চৌধুরী মুমিত, ফখরুল ইসলাম চৌধুরী, সুমন চৌধুরী, ফাহিম আহমদ, রেজা উর রহমান রেজা ও মাহাবুব রহমান। মেলায় ছিল ছিল আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা। গানে গানে মেলা প্রঙ্গণ মাতিয়ে রাখেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিন্দু কনা, বাউল কালা মিয়া, তানভীর শাহিন, রোকসানা মির্জা, কৃষ্ণা তিথি, রন্টি দাস, রায়হান পারভেজ, জান্নাতি বিনতে জহিরুল, জহিরুল ইসলাম প্রমুখ। এটর্নি মঈন চৌধুরীও সঙ্গীত পরিবেশন করেন। মনজ্ঞো নৃত্য পরিবেশন করেন মিথান ডান্স একাডেমি শিল্পীবৃন্দ ও নৃত্য শিল্পী মায়া এঞ্জেলিনা। বিপুল সংখ্যক দর্শনার্থী মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

শেষ বিকেলে মেলাঙ্গন দর্শনার্থীদের পদভারে পূর্ণ হয়ে যায়। বিপুল সংখ্যক দর্শনার্র্থীর অংশগ্রহণে শেষ হয় এ আনন্দ মেলা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র অবদান অনস্বীকার্য। তারা বলেন, আজকের বিপুল মানুষের এ মেলা প্রমাণ করেছে জনভিত্তি নিয়ে এই সংগঠন এগিয়ে চলেছে। প্রবাসে বাঙালী সংস্কৃতি, ঐতিহ্য ও দেশীয় পণ্যের প্রসারে এধরনের আয়োজন বিরাট ভূমিকা রাখে। সংগঠনের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক সম্পাদক শেখ অলি আহাদ ও মেলা কমিটির কনভেনর মো. সামাদ মিয়া জাকারিয়া মেলায় আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, কমিউনিটির উন্নয়নসহ আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে সংগঠনটি। প্রবাসে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতে চালিয়ে যাচ্ছে নানা প্রয়াস। এ ধারবাহিকতায় সংগঠনটি বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে পথমেলাসহ নানা কর্মকান্ড চালিয়ে আসছে। প্রবাসে বাঙালী সংস্কৃতির বিকাশ সহ কমিউনিটির উন্নয়নে আরো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Mahfuzur Rahman

Publisher & Editor