রবিবার, ১০ আগস্ট ২০২৫

২৫০ বছরের পুরনো ময়মনসিংহের আঠারবাড়ী জমিদারবাড়ি

প্রকাশিত: ১২:৩৩, ০৮ আগস্ট ২০২৫ | ১০

বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী গ্রামে অবস্থিত প্রায় ২৫০ বছর পুরনো আঠারবাড়ী জমিদারবাড়িটি ইতিহাস, ঐতিহ্য ও নান্দনিক সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন।

জমিদারবাড়ির পরিচিতি
অবস্থান: আঠারবাড়ী, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ

প্রতিষ্ঠাতা: দীপ রায় চৌধুরী

প্রতিষ্ঠিত: আনুমানিক ২৫০ বছর আগে

ঈশ্বরগঞ্জ থেকে দূরত্ব: প্রায় ১৪ কিমি

ঢাকা থেকে দূরত্ব: প্রায় ১৩৮ কিমি

এই গ্রামটির নাম আঠারবাড়ী রাখা হয়েছে জমিদার দীপ রায় চৌধুরীর আনা ১৮টি হিন্দু পরিবারের নামানুসারে। জমিদার সাহেব তাদের প্রত্যেককে বাড়ি তৈরি করে দেন। এখানেই গড়ে ওঠেছে বিশাল বাড়ি, রাণীপুকুর, দরবার হল ও কাছারিঘর।

কবিগুরুর পদচিহ্ন
এই জমিদার বাড়ির ইতিহাস আরও গৌরবময় হয় ১৯২৬ সালের ১৯ ফেব্রুয়ারি, যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার প্রমোদ রায় চৌধুরীর আমন্ত্রণে এখানে আসেন। তাঁর সম্মানে আয়োজন করা হয় মধ্যাহ্নভোজ, সংগীতানুষ্ঠান ও নাটক।

কিভাবে যাবেন?
ঢাকা থেকে বাস: মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি ময়মনসিংহ (এনা, শ্যামলী, শামীম এন্টারপ্রাইজ)

ট্রেন: কমলাপুর থেকে তিস্তা, অগ্নিবীণা, হাওর এক্সপ্রেস ইত্যাদি

ময়মনসিংহ থেকে: ঈশ্বরগঞ্জ হয়ে ইজিবাইক বা সিএনজিতে সরাসরি আঠারবাড়ী

এখানে ড্রোন উড়ানোর অনুমতি রয়েছে। আঠারবাড়ী ডিগ্রি কলেজ এই জমিদার বাড়ির একাংশে প্রতিষ্ঠিত।

আঠারবাড়ী জমিদার বাড়ি শুধু একটি প্রাচীন স্থাপনা নয়, এটি এক জীবন্ত ইতিহাস। কবিগুরুর ছোঁয়া, জমিদার ঐতিহ্য আর গ্রামীণ সৌন্দর্য মিলিয়ে এটি এক অনন্য গন্তব্য। প্রকৃতি আর ইতিহাসপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি স্মরণীয় ভ্রমণস্থান।

Mahfuzur Rahman

Publisher & Editor