পুরো অ্যামেরিকায় ২০২৪ সালে যেখানে ভ্রমন করে ৭২ দশমিক ৩৯ মিলিয়ন বিদেশী পর্যটক, সেখানে শুধুমাত্র টাইমস স্কয়ারেই এ সংখ্যা ১১ দশমিক ৬ মিলিয়ন। টাইমস স্কয়ারসহ দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে আসা পর্যটকদের দু:শ্চিন্তার কারণ হয়ে দাড়াচ্ছে ট্রাম্প প্রশাসনের নেয়া নতুন একটি সিদ্ধান্ত। অ্যামেরিকার ভিসা প্রার্থীদের সর্বোচ্চ ১৫ হাজার ডলারের বন্ড জমা দেয়ার নতুন নিয়মের ফলে দেশে পর্যটদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাবে বলে মনে করছে ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশন।
আগামী ২০ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মে অ্যামেরিকায় পর্যটক ও ব্যবসায়ী ভিসায় আসা ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার করে বন্ড দিতে হবে। তবে দেশ ও ব্যক্তিভেদে এ বন্ডের পরিমান কোনো কোনো ক্ষেত্রে ৫ হাজার কিংবা ১০ হাজার ডলারও হতে পারে।
এরফলে, যারা অ্যামেরিকায় একা আসবেন কিংবা যারা পরিবার নিয়ে ঘুরতে আসার পরিকল্পনা করছেন, তারা বড় বিপাকে পড়বেন বলে মনে করছেন পর্যটকরা। শুধু বাইরে থেকে ঘুরতে আসা পর্যটকরা নন, দেশের মানুষের মধ্যে অনেকেই মনে করছেন, এ নিয়ম পৃথিবীর অন্য দেশ থেকে অ্যামেরিকায় আসা কঠিন করে তুলবে।
নতুন করে অতিরিক্ত অর্থ জমা দিয়ে ভ্রমনে আসতে হলে পর্যটকদের সংখ্যা আরও কমে যাবে বলে মনে করছেন ইউএস ট্রাভেল এসোসিয়েশনের সিইও জিওফ ফ্রিম্যান।
তিনি মনে করেন, এমন সিদ্ধান্তের কারণে পর্যটকরা অ্যামেরিকার বদলে অন্য দেশকে বেছে নিতে পারেন। এতে বিপাকে পড়তে পারেন অ্যামেরিকান ব্যবসায়ীরা। যা দেশের অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা হিসেবে আবির্ভূত হবে।
তবে ভিন্নমতও আছে। মূলত ভিসায় উল্লেখিত নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত সময় কেউ যাতে অ্যামেরিকায় থাকতে না পারে, তাই এ নতুন আইন। দায়িত্ব নেয়ার পর ট্রাম্প প্রশাসন যে ১৯টি দেশের নাগরিকদের ওপর ভ্রমন নিষেধাজ্ঞা জারি করে রেখেছে, তার মধ্যে হাইতি, মিয়ানমার, ইয়েমেন, ইরিত্রিয়া ও চাদের নাগরিকদের মধ্যে অতিরিক্ত সময় থেকে যাওয়ার প্রবণতা বেশি।
টাইমস স্কয়ারের দর্শনার্থীদের সার্বক্ষনিক মাতিয়ে রাখা বিখ্যাত দ্যা নেকেড কাউবয় খ্যাত রবার্ট ব্রুক মনে করেন, কেউ যদি বেড়াতে এসে আইন ভঙ্গ করেন, তার জন্য জরিমানা থাকা উচিত। তিনি ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন।
কোন কোন দেশকে এ নিয়মের আওতায় আনা হবে, তা এখনো চূড়ান্ত করা হয় নি। এর আগে ২০২০ সালে নিজের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প এমন নিয়ম কার্যকের করার চষ্টা করলেও হঠাৎ করে আসা কোভিডের কারণে তা সম্ভব হয় নি।
Publisher & Editor