বুধবার, ০৬ আগস্ট ২০২৫

অপূর্বকে জড়িয়ে ধরে ছেলে আয়াশের কান্না

প্রকাশিত: ০৩:১৭, ০৬ আগস্ট ২০২৫ |

ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে তার কর্মজীবন শুরু করেন। ‘বড় ছেলে’ নাটকটির জন্য দর্শকদের মাঝে বেশি পরিচিত। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। 

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি ১ মিনিটি ৫৫ সেকেন্ডের একটি ভিডিও নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন তিনি। 

শেয়ার করা ভিডিওতে জিয়াউল ফারুক অপূর্ব ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসার চেয়ে বড় চমক আর কিছু নেই।’ ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। 

যেখানে দেখা যায়, আমেরিকা থেকে ফিরে ছেলে আয়াশের রুমে যাবার পরে বেলকনির পর্দা সরিয়ে চুপিচুপি ছেলের কাছে গিয়ে কপালে আলতো করে চুমু দেয়। এরপর বাবাকে জড়িয়ে ধরে আয়াশ কান্না করে। 

পোস্টের কমেন্ট বক্সে প্রবীন অভিনেতা আজম খান লিখেছেন, ‘অসাধারণ একটা মুহূর্ত, মায়া আর ভালোবাসার।’ আরেক নেটিজেন বলেন, ‘পৃথিবীর সেরা আলিঙ্গন হচ্ছে বাবা মাকে জড়িয়ে ধরা এর চেয়ে সুন্দর মুহূর্ত সুন্দর অনুভূতি আর কিছুই হতে পারে না।’

Mahfuzur Rahman

Publisher & Editor