বুধবার, ০৬ আগস্ট ২০২৫

‘বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারা উচিত হয়নি’

প্রকাশিত: ০৩:০৮, ০৬ আগস্ট ২০২৫ |

সর্বশেষ বাংলাদেশ সফরে সুবিধা করতে পারেনি পাকিস্তান। স্বাগতিকদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল সালমান আলি আগার দল। তবে এর পর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ জিতেছে তারা। ক্যারিবিয়ান সফরে ভালো করলেও বাংলাদেশের বিপক্ষে বাজে পারফরম্যান্সের প্রভাব পড়বে এশিয়া কাপে বলে মনে করেন রশিদ লতিফ।

সালমান আলি পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পেয়েছেন খুব বেশি দিন হয়নি। তিনি নিজে পারফর্ম করলেও একসঙ্গে তিন ফরম্যাটে খেলে যাওয়া যে সহজ নয় সেটাই মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার রশিদ।

তিনি বলেন, 'আমাদের ক্রিকেট অনেকটা অধারাবাহিক...। আমরা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে যে ম্যাচগুলো হেরেছি এগুলো হেরে যাওয়া উচিত হয়নি।'

'আমাদের অধিনায়ক হয়ত ভালো আছে কিন্তু তিন ফরম্যাটেই খেলে যাওয়া সহজ ব্যাপার নয়। আমাদের প্রতিভা আছে কিন্তু আমরা সঠিক এখনো সঠিক সিদ্ধান্ত নিচ্ছি না।'-যোগ করেন তিনি।

আসন্ন এশিয়া কাপেও গ্রুপ পর্বেই দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। এ প্রসঙ্গে রশিদ বলেন, '১৪ সেপ্টেম্বর ভারতকে মোকাবেলা করা পাকিস্তানের জন্য কঠিন একটা চ্যালেঞ্জ হবে। আমি শুধু আশা করি এশিয়া কাপটা কোনো সমস্যা ছাড়া ভালোভাবে শেষ হোক।'

Mahfuzur Rahman

Publisher & Editor