টেক্সাসের আইনসভার অধিবেশন মুলতবি হয়ে যাওয়ার পরপরই গভর্নর অ্যাবট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন। টেক্সাসের আইনসভায় রিপাবলিকান পার্টি সমর্থিত আসন পুনর্বিন্যাস পরিকল্পনা আটকে দিতে পালিয়ে যাওয়া ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতাদের দেওয়ানি অভিযোগে গ্রেপ্তারের জন্য সোমবার নির্দেশ দিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবট।
সিবিএস নিউজ জানায়, অঙ্গরাজ্যটির ডেমোক্র্যাটদের টেক্সাস ছাড়ার ফলে কোরাম সংকট সৃষ্টি হয়। এর ফলে ডিস্ট্রিক্ট পুনর্বিন্যাসের মাধ্যমে রিপাবলিকানদের সুবিধা দিতে পারে, এমন পাঁচটি আসন বাড়ানোর পক্ষে বিল নিয়ে বিতর্কের আয়োজন করা যাবে না।
টেক্সাসের আইনসভার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ডাস্টিন বারোজ সোমবার জানান, হাউসের নিয়ম অনুযায়ী অনুপস্থিত সদস্যদের ফিরে আসা বাধ্য করতে তিনি যেকোনো প্রস্তাবকে স্বীকৃতি দিতে প্রস্তুত। এ ধরনের কোনো প্রস্তাব এলে এর পক্ষে-বিপক্ষে ভোটাভুটিতে অংশ না দেওয়া আইনপ্রণেতাদের দেওয়ানি অভিযোগে গ্রেপ্তারের পরোয়ানায় তিনি তাৎক্ষণিকভাবে সই করবেন।
এদিকে টেক্সাসের আইনসভার অধিবেশন মুলতবি হয়ে যাওয়ার পরপরই গভর্নর অ্যাবট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন।
এতে ‘ব্রেকিং নিউজ’ ব্যানার ব্যবহার করে তিনি লিখেন, টেক্সাস ছেড়ে পালানো ডেমোক্র্যাটদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি।
অ্যাবট টেক্সাসের ডিপার্টমেন্ট অব পাবলিক সেইফটিকে হাউসের পালিয়ে যাওয়া ডেমোক্র্যাটদের শনাক্ত, গ্রেপ্তার ও অঙ্গরাজ্যে ফিরিয়ে আনার নির্দেশ দেন।
দেওয়ানি গ্রেপ্তারের ফলে আইনপ্রণেতারা অঙ্গরাজ্যের ক্যাপিটলে ফিরতে বাধ্য হবেন।
পালিয়ে যাওয়া আইনপ্রণেতারা স্টেইট ক্যাপিটলে না ফিরলে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন অ্যাবট।
Publisher & Editor