বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

৬৪ বছরের নারীকে বাসায় শ্বাসরুদ্ধ করে হত্যা করলেন বড় ভাই

প্রকাশিত: ০৬:৫৬, ০৫ আগস্ট ২০২৫ | ১৫

পুলিশ জানায়, ওই নারীর গলায় কালশিটে দাগ ছিল এবং তার ৬৮ বছর বয়সী বড় ভাই টমাস ফ্যাগান বোনকে শ্বাসরুদ্ধ করার কথা জানান।
নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের একটি বাসায় ৬৪ বছর বয়সী এক নারীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছেন তার বড় ভাই।

পুলিশ সোমবার এ তথ্য প্রকাশ করে বলে জানায় এনওয়াই ডেইলি নিউজ।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, গত ২৬ জুলাই বিকেল পাঁচটা ৫৫ মিনিটে ক্রাউন হাইটসের বেডফোর্ড অ্যাভিনিউর কাছে সেইন্ট জনস প্লেসের ফ্ল্যাটে ম্যারি ফ্যাগানকে মৃত অবস্থায় পায় পুলিশ। সে সময় বাহিনীটি শুরুতে এ মৃত্যুর পেছনে সহিংসতা খুঁজে পায়নি।

পুলিশ জানায়, ওই নারীর গলায় কালশিটে দাগ ছিল এবং তার ৬৮ বছর বয়সী বড় ভাই টমাস ফ্যাগান পরবর্তী সময়ে বোনকে শ্বাসরুদ্ধ করার কথা জানান।

ময়নাতদন্তেও ম্যারিকে শ্বাসরুদ্ধ করার কথা বেরিয়ে আসে।

বোনকে হত্যার জন্য টমাসকে শনিবার গ্রেপ্তার করা হয়। ব্রুকলিন ক্রিমিনাল কোর্টে অভিযুক্ত হওয়ার পর জামিন না দিয়ে তাকে বন্দি রাখার আদেশ দেওয়া হয়।

অভিযুক্ত ব্যক্তি ইতোপূর্বে কখনও গ্রেপ্তার হননি। বোনের সঙ্গে তিনি যে ফ্ল্যাটে থাকতেন, সেখানে ঝগড়া কিংবা বিরক্তির জন্য পুলিশ ডাকাও হয়নি।

এ বিষয়ে সোমবার জানতে চাইলে তাৎক্ষণিকভাবে এনওয়াই ডেইলি নিউজের প্রশ্নের উত্তর দেননি টমাস ফ্যাগানের আইনজীবী।

Mahfuzur Rahman

Publisher & Editor