সোমবার, ২৮ জুলাই ২০২৫

নাচানাচি করে মাছি

প্রকাশিত: ০৬:৫৬, ২৭ জুলাই ২০২৫ |

খুশিমনে উড়ে এসে করে নাচানাচি

সবারই পরিচিত ছোট প্রাণী-মাছি।

রাতে থাকে চুপচাপ ঘোরাঘুরি দিনে

মিষ্টির স্বাদ ওরা নিতে পারে চিনে।
 

গুড় চিনি পাকা ফল পেলে খুব ঝোঁকে

দূর থেকে দ্যাখে ওরা দুরবিন চোখে।

গলা ছেড়ে গান গায় ভনভন সুরে

তাড়া দিলে হাওয়া হয়, ফের আসে ঘুরে।
 

তবে ওরা বাড়াবাড়ি করে মাঝে মাঝে

ওদের স্বভাব তাই মনে হয় বাজে।

ময়লা-আবর্জনা পচা আর বাসি

খুঁজে পেলে কাছাকাছি মুখে ফোটে হাসি।
 

হিংসুটে নয়, কোনো ভেদ নেই প্রাণে

যেখানে খাবার পায় ছুটে আসে ঘ্রাণে।

ওদের সখ্য নেই কারো সাথে বটে

তাই বুঝি ওরা এলে সবাই চটে।

Mahfuzur Rahman

Publisher & Editor