ঘুমপাড়ানি ঘুমপরিরা
চাঁদ উঠেছে ঐ,
খোকার চোখে ঘুম আসে না
ঘুম হারাল কই?
ঘুম হারাল কোন সে দেশে
ঘুমায় না তো খোকা,
জানালা দিয়ে দিচ্ছে উঁকি
মিষ্টি জোনাক পোকা।
চাঁদমামাটা ডাকছে, খোকন
থাকিসনে আর ঘরে,
আয় চলে আয় চুপটি করে
মেঘের ভেলায় চড়ে।
ঝিঁঝির কোরাস সুর তুলেছে
মন কি ঘরে থাকে?
ঘুমাসনে তুই খোকন রে আয়,
ঝিঁঝিরা সব ডাকে।
ঘুমের পরি ঘুমপাড়ানি
আর থেকো না দূরে,
চুম দিয়ে যাও,ঘুম দিয়ে যাও
খোকার দুচোখ জুড়ে।
Publisher & Editor